Latest Topics

Showing posts with label PC NEWS. Show all posts
Showing posts with label PC NEWS. Show all posts

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরিক্ষার সম্ভাব্য তারিখ

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ


পরীক্ষার সম্ভাব্য তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২৩, ২৪ ও ৩০ সেপ্টেম্বর এবং ২১ ও ২৮ অক্টোবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন বিকেলে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ১৯-২৭ নভেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়: ২৩-২৭ অক্টোবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ২৩-৩১ অক্টোবর
খুলনা বিশ্ববিদ্যালয়: ৩-৫ নভেম্বর
ইসলামী বিশ্ববিদ্যালয়: ১৯-২৪ নভেম্বর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: ২৪-২৮ নভেম্বর
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৮-১৯ নভেম্বর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ১৩-১৭ নভেম্বর
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস: ১৪, ১৫, ২১ ও ২২ অক্টোবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ২, ৩ ও ৯ ডিসেম্বর
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়: ২৬ ডিসেম্বর ফাজিল সম্মান, ৮-২০ জানুয়ারি ফাজিল পাস

প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট): ২২ অক্টোবর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৫ নভেম্বর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৬ অক্টোবর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৮ অক্টোবর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও: ১৮ নভেম্বর

কৃষি বিশ্ববিদ্যালয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ৯ ডিসেম্বর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ২৯ অক্টোবর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়: ৮ নভেম্বর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ২৫ নভেম্বর
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ৩ ডিসেম্বর

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৬ নভেম্বর
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৮-২১ ডিসেম্বর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৪-৭ নভেম্বর
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১০ ও ১১ ডিসেম্বর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২ ডিসেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১১ ও ১২ নভেম্বর
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৩ ডিসেম্বর

আগামী বছর ৩০ এপ্রিলের মধ্যে নিবন্ধিনহীন কোন সিম থাকল ৪ হাজার টাকা জরিমানা করা হবে।



###
আগামী বছর ৩০ এপ্রিলের মধ্যে নিবন্ধিনহীন কোন সিম থাকলে সংশ্লিষ্ট অপারেটরকে প্রতিটি সিমের জন্য ৫০ ডলার বা প্রায় ৪ হাজার টাকা জরিমানা করা হবে। একই বিধান ৩ বছর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন তৈরি করলেও এতদিন এর কোন বাস্তবায়ন হয়নি। 
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মোবাইল অপারেটরগুলোকে সিম পুনর্নিবন্ধনের জন্য ২০১৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়ে এ বিধান কার্যকরের উদ্যোগ নিয়েছেন। তিনি আগামী এপ্রিলের মধ্যে সিম নিবন্ধন ও পুনর্নিবন্ধন এবং বায়োমেট্রিক পদ্ধতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন। ওই সময়ের পর অর্থাৎ মে থেকে কোনো অবৈধ সিম পাওয়া গেলে ৫০ ডলার করে জরিমানা দিতে হবে মোবাইল ফোন অপারেটরগুলোকে।
যদিও তারানা হালিমের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটব বলেছে, প্রায় ১৩ কোটি সিমের পুনর্নিবন্ধন করতে ৫-৬ মাস সময় লেগে যেতে পারে। এ ছাড়াও রয়েছে বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহার। পুরো প্রক্রিয়াটিই জটিল এবং সময় সাপেক্ষ। জানা গেছে, অ্যামটব থেকে এ বিষয়ে আরো সময় চাওয়া হতে পারে। এর পরিপ্রেক্ষিতে তারানা হালিম জানিয়েছেন, নিশ্চয় এই কাজের জন্য অনন্তকাল সময় তারা পাবেন না। সবকিছুকে নিয়মের মধ্যে আনতে হবে।
প্রসঙ্গত, অনিবন্ধিত বা অবৈধ সিমের জন্য ২০১২ সালের ১১ অক্টোবরে মোবাইল ফোন অপারেটরদের ৫০ ডলার জরিমানার বিধান করে বিটিআরসি। এরপর তিন বছরেও জরিমানা বা শাস্তির বিধানটি কার্যকর করতে পারেনি প্রতিষ্ঠানটি। ২০১২ সালের ১১ অক্টোবর থেকে মোবাইল ফোন অপারেটররা প্রি-অ্যাকটিভেটেড সিম বিক্রি করতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়। বিক্রি করলে প্রতি সিমে ৫০ ডলার করে জরিমানার বিধান করা হয়।
অন্যদিকে, আগামী মাসের ১ তারিখ থেকে পাইলট প্রকল্প হিসেবে মোবাইল সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতির (আঙুলের ছাপ) ব্যবহার শুরু হচ্ছে। তবে মূল কার্যক্রম শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। ফলে মোবাইল ফোন অপারেটরগুলোকে এপ্রিল মাসের মধ্যে সিম নিবন্ধন ও পুনর্নিবন্ধনের কাজ শেষ করতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে।
বেশ কিছুদিন ধরে দেশে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল), মোবাইলভিত্তিক অপরাধ, হুমকি-ধমকি, হয়রানিসহ নানা কর্মকা- আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এসবের কারণ খুঁজতে গিয়ে এ বিষয়ে গঠিত অনুসন্ধান কমিটি অবৈধ এবং অনিবন্ধিত সিম দিয়েই অপকর্মগুলো সংঘটিত হচ্ছে বলে জানতে পারে। আর এসব বন্ধ করতেই সব মোবাইল সিমের নিবন্ধন ও পুনর্নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব উদ্যোগ গ্রহণ করার পরও অবৈধ বা অনিবন্ধিত সিম থেকে গেলে সেগুলোকে জরিমানার আওতায় এনে তা বন্ধ করে দেয়া হবে বলে জানা গেছে।
সিম সঠিকভাবে নিবন্ধন না করার পেছনে অপারেটরদের গাফিলতি রয়েছে বলে বরাবরই বলে আসছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। অপারেটররা যথাযথভাবে সিম নিবন্ধন এবং তা পরবর্তীকালে 'ক্রস চেক' করলে সিম সংক্রান্ত এ ধরনের সমস্যা হতো না। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৫ অক্টোবর থেকে ২০১২ সালের আগে কেনা সিমের মালিকদের মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম্বার এবং বাবা ও মায়ের নাম জানতে চাওয়া হবে।
Collected from : প্রিয় টেক

নিলামে উঠছে অ্যাপল-১ কম্পিউটার

অ্যাপল-১ কম্পিউটারঅ্যাপল-১ কম্পিউটারঅ্যাপলের দুই প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি প্রথম অ্যাপল কম্পিউটারের একটি নিলামে উঠছে। ২১ সেপ্টেম্বর যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠান বোনহ্যামস এই কম্পিউটারটির নিলাম ডাকবে। তারা আশা করছে, অ্যাপল-১ পিসির দাম উঠতে পারে তিন লাখ ৩০ হাজার পাউন্ডে।
চার দশক আগে একটি বাড়ির গ্যারেজে স্টিভ জবস ও ওজনিয়াক মিলে অ্যাপল গড়ে তোলেন। সেখানে তাঁরা অ্যাপল-১ পিসি তৈরি করেন। তাঁদের তৈরি প্রথম ব্যাচের এই পিসি মূলত একটি মাদারবোর্ড। ৪৩৭ পাউন্ড দামে বাইট শপ এই পিসিগুলো কিনে তা বিক্রি করে। এই পিসি কিনলে তার সঙ্গে কেসিং, মনিটর ও কিবোর্ড আলাদা করে যুক্ত করতে হবে।
অ্যাপলের তৈরি প্রথম ব্যাচের এই অ্যাপল-১ পিসিটি টম রমকি নামের এক ব্যক্তির মালিকানায় ছিল। গত বছর এই ব্যাচের আরেকটি পিসির দাম পাঁচ লাখ ৬৩ হাজার ৯০৪ পাউন্ড উঠলে রমকি তাঁর পিসিটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন।
অ্যাপল-১ বিশেষজ্ঞ কোরি কোহেন বলেন, পিসিটি ভালো অবস্থায় আছে। প্রায় চার দশকের পুরোনো এটি। আমার দেখা অ্যাপল-১ পিসিগুলোর মধ্যে এটি সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে।
বোনহ্যামসের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক পরিচালক ও নিলামকারী ক্যাসান্ড্রা হ্যাটন বলেন, পিসিটি বাইট শপের ফরমায়েশ দেওয়া ৫০টি পিসির মধ্যে একটি। নিরাপত্তা পেন নিয়ে এতে উদ্ভাবনী নম্বর লেখা আছে।
অ্যাপল-১ তালিকা অনুযায়ী, এখন পর্যন্ত মাত্র ৬৬টি অ্যাপল-১ পিসি টিকে আছে। (সূত্র: পিটিআই)

ফেসবুক থেকে ভুল করে ডিলিট হওয়া মেসেজ, ছবি, ভিডিও, ফ্রেন্ডলিষ্ট ফিরিয়ে আনুন !


আজ আমি আপনাদের দেখাবো ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ছবি, ভিডিও ইত্যাদি কিভাবে ফিরিয়ে আনা যায়। আসল কথা হলো এটা ফেসবুকেরই একটা অংশ যা অনেকেই জানেন না।

আপনার বাংলালিংক,এয়ারটেল,গ্রামীনফোন এ
অনলাইন একাউন্ট সাভির্স এর মাধ্যমে আপনার মোবাইল নম্বর এর সকল ইনফরমেশন এখন যে কেউ দেখতে

Computer Knowledge 01



শিক্ষাভিত্তিক মোবাইল আপ্লিকেশন “দূরবীন অ্যাপ”

শিক্ষাকে আরো সহজে দেশের সকল শিক্ষার্থীদের কাছে পৌছে দিতে দূরবীন উদ্ভাবন করলো তাদের প্রথম শিক্ষাভিত্তিক মোবাইল আপ্লিকেশন দূরবীন অ্যাপ। জ্ঞান অন্বেষন এখন আর শুধুমাত্র কাগুজে বইয়ে সীমাবদ্ধ নেই। কালের পরিক্রমায় হাতের স্মার্টফোনটিও হয়ে উঠেছে জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম। এই বিষয়টি মাথায় রেখে দূরবীন অ্যাপের সুচনা। স্মার্টফোন ভিত্তিক শিক্ষার এই নতুন হাতিয়ার যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে আরো এক ধাপ এগিয়ে নেবে সে কথা নির্দ্বিধায় বলাই যায়।
দূরবীন বাংলাদেশের শিক্ষাখাতের উন্নয়নের লক্ষ্যে এবং শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে ‘দূরবীন অ্যাপ’ (Durbin App) মোবাইল এপ্লিকেশন সফটওয়ারটি তৈরি করেছে। এই এপ্লিকেশনটি, প্রাইমারি এবং মাধ্যমিক (৫ম শ্রেণী – ১২শ শ্রেণী) পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে স্বপ্নকল্প (vision), ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, নানা অনুপ্রেরণামূলক ও আলোকিত সংবাদ (Enlightened News), উচ্চশিক্ষা বিষয়ক নানা তথ্য, এবং সেই সাথে জ্ঞানযোগ (Study Network) এর মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদের সাথে পড়ালেখা নিয়ে মুক্ত আলোচনার একটি মাধ্যম হিসেবে কাজ করবে। এটির মাধ্যমে শিক্ষার্থীরা স্ব-শিখন (self-study) করতে পারবে, এবং ভিডিও ও ছবি শেয়ারিং এর মাধ্যমেও নিজেরা নিজেরা নানা বিষয়ের নানা সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধান করতে পারবে। সর্বোপরি, এই এপ্লিকেশনটি শিক্ষার্থীদের দূরশিক্ষণ(Distance Learning) এর সুযোগ তৈরি করবে এবং নানা মেধার লড়াই (Contest)এর মাধ্যমে নিজেদের যাচাই করতে পারবে। শিক্ষার্থীরা শুধুমাত্র স্মার্টফোন ব্যবহারের মাধ্যমেই তাদের অনুশীলন সম্পন্ন করতে সক্ষম হবে। তাছাড়াও এটি তাদের ভবিষ্যত লক্ষ নির্ধারনে সহায়ক হবে এবং এই আপসটির মাধ্যমে শিক্ষার্থীরা নিজদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে। এছাড়াও বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোকে আরো সহজে ও স্বচ্ছভাবে বোঝানোর জন্য আছে অসংখ্য ভিডিও টিওটোরিয়েলস।
দেশের প্রায় ২০ লাখ ছাত্র ছাত্রীর ভাগ্য গঠনে সহায়ক হবে অ্যাপটি। দূরবীন অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে দূরবীন (Durbin) লিখে সার্চ করলেই পাওয়া যাবে। অন্যথায়http://www.durbinapp.com অথবা http://www.durbinbd.org ওয়েবসাইটে ভিসিট করেও অ্যাপটি পাওয়া যাবে।

Contact Us

Name

Email *

Message *

Time in Dhaka:

টেক-নলেজ

(টেক-নলেজ) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলায় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।