Latest Topics

Showing posts with label Android Apps. Show all posts
Showing posts with label Android Apps. Show all posts

কি করবেন আপনার শখের Android ফোনটি হারিয়ে গেলে বা চুরি হলে ?

প্রিয় অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি হারিয়ে গেলে মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া উপায় আছে? নতুন একটা সেট না হয় কেনা গেল কিন্তু আগের সেটের প্রয়োজনীয় ড্যাটাগুলো তো আর পাবেন না। এখন কী আর করা হা-হুতাশ ছাড়া!

কিন্তু না, আপনার প্রিয় ডিভাইসটির চুরি ঠেকাতে পারেন সহজেই। আর চুরি হয়ে গেলেও চোর ধরতে পারবেন অনায়াসে! এর জন্য কিছু অ্যাপস এবং টিপস জানা থাকলেই চলবে।

এ কৌশল ব্যবহার করার আগে নিশ্চিত হোন আপনার ডিভাইসে ইন্টারনেট সংযোগ, জিপিএস সিস্টেম চালু এবং জিমেইল অ্যাকাউন্টে লগইন করা আছে কি না।

১. অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ( Android Device Manager )

 এই অ্যাপসটি সম্পূর্ণ ফ্রি এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে বিল্টইন থাকে। অ্যাপসটি অ্যাকটিভ করতে Settings -> Security -> Device Administrators -> Android Device Manager.

এই অ্যাপস দিয়ে আপনার ইমেইল অ্যাকাউন্ট থেকেই রিমোটকন্ট্রোলারের মতো ডিভাইসটিকে নিয়ন্ত্রণ করা যায়। ডিভাইস চুরি গেলে কোনো ল্যাপটপে বা যে কোনো স্মার্ট ডিভাইসে জিমেইলে লগইন করুন। এরপর প্রথমে গুগল ম্যাপে গিয়ে জিপিএসের মাধ্যমে আপনার ফোনটি ট্র্যাক করুন। নতুন পাসওয়ার্ড দিয়ে ফোনটি এখান থেকেই লক করে দিতে পারেন। এমনকি ফোনে সব ড্যাটা মুছে ফেলতে পারেন। তারপর অ্যালার্ম সেট করতে পারেন যা পাঁচ মিনিট অন্তর অন্তর ফুল ভলিউমে বাজবে।

২. হোয়ারস মাই ড্রোয়েড  ( Wheres My Droid )

প্লে-স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন।

Download Wheres My Droid

 এর ব্যবহার ঠিক Android Device Manager এর মতোই। তবে এতে কিছু বাড়তি সুবিধা আছে-

*সিম কার্ড পরিবর্তন করলে মেইলে নোটিফিকেশন আসবে


এর সুবিধাগুলো হলো-
* read sent and received SMS messages
* wipe phone
* lock phone
* erase SD card
* locate by GPS or network
* start alarm with flashing screen
* send SMS from web page
* message popup
* forward calls
* remote install
* phone status: battery, imei, etc.
* remote SMS alarm
* remote SMS lock and unlock
* remote SMS erase SD card
* remote SMS wipe phone
* remote SMS APN control
* start/stop GPS
* start/stop WIFI
* hide from launcher
* email when SIM card is changed
* get call list
* take picture with front camera
* take picture with rear camera
* make your phone speak with text-to-speech
* SMS message command
* SMS speak command
* lock timeout
* restore settings on boot
* record sound from microphone
* start and stop data connection from SMS
* start and stop WIFI connection from SMS
* content browser prototype .


Credit : Imtiaz Khandoker

অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ক্যারিয়ার গড়তে, যা অবশ্যই জানতে হবে | Tech-knowledgeBD


আজ আমরা কথা বলবো অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে। আমরা জানি অ্যান্ড্রয়েড হল বর্তমান যুগের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। এটি গুগল দ্বারা পরিচালিত এবং সম্পূর্ণ ওপেন সোর্স একটি প্লাটফরম। এর জনপ্রিয়তার মূল কারন হল এটি সহজেই ব্যবহার যোগ্য এবং প্লে-স্টোর এ প্রচুর পরিমানে ফ্রি এবং পেইড অ্যাপস সহজেই পাওয়া যায়। এই প্লাটফরম এর জন্য অ্যাপস তৈরি করে রাতারাতি মিলিওনিয়ার হওয়ার গল্প অনেক আছে। যেমন: WhatsApp, Vibar, imo ইত্যাদি। আসুন এবার এর ডেভেলপমেন্ট প্রসেস নিয়ে একটু কথা বলি। অ্যান্ড্রয়েড মূলত Java প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর মাধ্যমে তৈরী, এবং ইন্টারফেস তৈরীর জন্য XML ব্যবহার করা হয়েছিল। মূলত একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরীর জন্য এই দুটি ল্যাংগুয়েজ জানাই যথেষ্ট। Google ডেভেলপার দের সুবিদার্থে Android Stadio নামক একটি IDE (Integrated Development Environment) তৈরী করেছে। এর মাধ্যমে খুব সহজেই Java I Xml ব্যবহার করে যে কোন ধরণের Android App তৈরী করা সম্ভব। এছাড়া Android App তৈরীর করার জন্য অন্যান্ন পদ্ধতি ও গ্রহন করা যেতে পারে যেমনঃ- Hybrid পদ্ধতি বা Webview পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিগুলো Native পদ্ধতির মতো সব ধরনের সুযোগ প্রদান করে থাকে না। যে কেউ Java I Xml এই দুই সহজ ও সাবলীল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট এ ক্যারিয়ার গড়তে পারেন। নিন্মোক্ত পদ্ধতিগুলো নতুন দের Follow  করা উচিত।

এন্ড্রয়েড ডিজাইন গাইড লাইন ফলো করুন:

অ্যাপস এর User Interface তৈরীর জন্য Google এর একটি সুন্দর সহজ গাইড লাইন আছে যার নাম হল Material Design, Google developer website এ  গিয়ে খুব সহজেই শিখে নিতে পারেন এছাড়া বিভিন্ন ফ্রি ওয়েব সাইট থেকে Material icons ডাউনলোড করে আপনার অ্যাপ এর GUI(Graphical User Interface)  ইউজার এর কাছে বেশি আকর্ষনীয় হবে।

প্রতিটি নতুন সঃস্করন এর ফিচার এর ওপর নজর রাখুন:

ওপর গভীর নজর রাখা উচিত। তাই একজন ডেভেলপার হিসেবে প্রতিটি নতুন ফিচার, নতুন কোন অ্যাপস Idea এর জম্ম দিতে পারে।
Google প্রায়ই অ্যান্ড্রয়েড এর নতুন সংস্করন নতুন ফিচার এর সাথে রিলিজ করে থাকে এর

ইউজারদের ফিডব্যাক বঝুন:


আপনার তৈরী অ্যাপস ব্যবহার করে ইউজাররা কি মন্তব্য করছে তা ভালো ভাবে বোঝা উচিত bug fix এর জন্য ও update এর জন্য ইউজারদের মন্তব্যে কোন Problem ধরা পড়লে তাৎক্ষনিক ভাবে সেটি fix করুন , কোন user কোন নতুন ফিচার এর জন্য আবেদন করলে সেটি add করতে পারেন, আপনার অক্যাউন্ট থেকে ইউজারদের প্রশ্নের উত্তর দ্রুত দেওয়ার চেষ্টা করুন, মনে রাখবেন যে কেউ কোন অ্যাপ ডাউনলোডের আগে তার রিভিউ দেখে।

আপনার মনকে অ্যান্ড্রয়েড এ নিবিষ্ট করু


যখন আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করবেন তখন এর প্রতিটি অ্যাপস এর ইউজার Interface ও কার্যকালাপ Follow করুন, এতে করে আপনি নতুন কিছু শেখার আগ্রহ পাবেন এবং নতুন কিছু আবিষ্কার করার সাথে সাথেই সেটিকে আপনার টু-ডু লিষ্ট এ যোগ করে ফেলুন, এরপর বিষয়টি ভালো ভাবে জানার চেষ্টা করুন।

বিভিন্ন ধরণের ডিভাইস এ আপনার অ্যাপ চালনা করা শিখুন


অ্যান্ড্রয়েড অনেক ধরনের ডিভাইস যেমন, হাত ঘড়ি, গাড়ী, টিভি ও মোবাইল ডিভাইস এ  চালিত হয়ে থাকে। প্রতিটি ডিভাইসে আপনার অ্যাপ যাতে চলতে পারে সেটা শিখুন।|

আপনার অ্যাপ এর কার্যকারিতা পরীক্ষা করুন


ইউজাররা সব সময় স্লো অ্যাপস থেকে দুরে থাকে তাই আপনার অ্যাপটি তৈরী করার সময় অপ্রোয়জনীয় মেমোরির জায়গা নেওয়া থেকে অ্যাপটিকে বিরত রাখুন। এবংGoogle এর এই বিষয়ে Guideline Follow করুন।|

আপনার অ্যাপ এর ইউজার পারমিশন সীমিত রাখুন

ইউজার যখনই একটি অ্যাপস এর অপ্রোয়জনীয় অনেক পারমিশন নেওয়া দেখে তখনই সেটাকে মেলওয়্যার ভেবে নেয় এজন্য আপনার অ্যাপ যেন ইউজার এর কাছে এমন কোন পারমিশন না চায়,যেটা আপনার অ্যাপ এর দরকার নেই সেদিকে খেয়াল রাখুন এর নতুন সংস্করনে পারমিশন ইউজার এর কাছ থেকেই নেওয়া হয় তাই সাবধাণ

আপনার অ্যাপ ইউজারদের সম্মান করুন


যে সকল ইউজাররা আপনার অ্যাপ ইউজ করে সর্বদা তাদের চাহিদার ওপর নজর রাখুন মনে রাখবেন আপনার অ্যাপের সফলতা হলে কত মানুষ আপনার অ্যাপটি ব্যবহার করছে সেটার ওপর, কতগুলো ডাউনলোড হইছে সেটার ওপর না, তাই চেষ্টা করুন ইউজার ধরে রাখতে।

নতুন টেকনোলজি শেখার চেষ্টা করুন

প্রতিনিয়তো নতুন নতুন ফেরেমওর্য়্যাক আবিস্কার হচ্ছে এ গুলোর ওপর নজর রাখুন বর্তমান  যুগে এসে আপনি যদি মনে করেন পুরো কাজটাই আপনি করবেন, তবে ভুল করছেন আমরা হলাম ব্যাস্ত প্রোগ্রামার ফেরেমওয়্যার্ক এর ব্যবহার আমাদের অনেক কাজ কমিয়ে দেয় তাই সর্বদা নতুন ফেরেমওয়্যার্কে নিজেকে ও আপনার কম্পিউটার কে Udate করান।

সর্বদা স্যাট্যিক ও ডাইনামিক বোঝার চেষ্টা করুন


এই দুটি জিনিস প্রতিটি ডেভেলপার এর ভালো ভাবে বোঝা উচিত, Online এর Researeh করুন, এ গুলো নিয়ে কোন ফিচার যোগ করার আগে নিজেকে প্রশ্ন করুন, ফিচারটি কি স্যাট্যিক নাকি ডাইনামিক এর মাধ্যমে আপনি সহজেই ফিচারটির ভাল মন্দ দিকগুলো বুঝতে পারবেন |

আপনার অ্যাপটি তৈরীর পর অনেক গুলো ডিভাইসে চালিয়ে দেখুন

এই পদ্ধতির মাধ্যমে সকল প্রকার Runtime Bugs আপনার চোখে ধরা পড়বে বিভিন্ন ডিভাইস এর বিভিন্ন ধরণের কনফিগারেশন থাকে তাই আপনার অ্যাপটির কোন ফিচার নিদ্রিষ্ট কোন ডিভাইস এ ঠিক মত কাজ না করলে ইউজার কে সমস্যা টি ডায়লগ বক্স এর মাধ্যমে দেখার ফলে আপানার অ্যাপ এর ওপর তার বিরূপ দৃষ্টি পড়বে না |

Dubagging and testing ফরেমেওর্য়্যাক ব্যবহার করুন

যেমনঃ-Espresso নিজে বসে বসে ডিবাগ করা অনেক সময় কষ্ট সাধ্য হয়ে যায় এবং বিরক্ত হয়ে অনেক সময় টুকিটাকি ভুল সহ আমরা অ্যাপ টিকে মার্কেটে ছেড়ে দেই এটি মটেও উচিত নয়, তাই ডিবাগ ও টেষ্ট জন্য ফেরেমওয়্যার্ক ব্যবহার করা উচিত |

Emualator এর মাধ্যামে app test করুন

যেমনঃ- Genimotion আগেই বলেছি আপনার অ্যাপটি সব ডিভাইসে ঠিকমত কাজ করবে কিনা বোঝার জন্য অনেক গুলো ডিভাইসে চালিয়ে দেখা উচিত, কিন্তু বিভিন্ন কনফিগ এর ডিভাইস কেনা ব্যায়বহুল তাই ভারর্চুুয়াল ডিভাইস ব্যবহার করুন

Admov ব্যবহার করুন Ads প্রদর্শনের জন্য

অনেক গুলো Ads service একত্রে ব্যবহার করবেন না এতে করে আপনার অ্যাপ এর ইমপ্রেরশন নষ্ট হবে ইউজারদের কাছে, কারন ইউজাররা অ্যাপটি ব্যবহার কালে Ads প্রদর্শিত হলে বিরক্ত বোধ করেন তাই এই বিষয়টি ভালো ভাবে বুঝে তারপর ads প্রদর্শন করান |

Android Studio কে আপনার office বানিয়ে ফেলুন:

আপনি Android Studio তে যত বেশি সময় ব্যায় করবেন ততবেশি IDE টির সাথে পরিচিত হবেন যেটা আপনাকে একজন ভালো ডেভেলপার হিসেবে প্রতিষ্টিত করবে |

আপনার জন্য শুভকামনা রইল
[ Source : Collected ]

Speed up your Android Phone WiFi | Bangla |Tech-knowedgeBD |2017

ফোনের নেটওয়ার্ক শক্তিশালী করবেন যেভাবে |
প্রচুর টাকা খরচ করে দামি ফোন কিনেছেন। ভেবেছিলেন যেখানে, সেখানে ফোনে ইন্টারনেট ব্যবহার করে, দেশের যেকোনো জায়গা থেকে ফোনে কথা বলে সবাইকে চমকে দেবেন। কিন্তু ফলাফল হল উল্টো। মাঝে মাঝেই দেখছেন, আপনার ফোনে নেটওয়ার্ক থাকছে না। কথা বলতে বলতে হঠাৎই গায়েব ! নেটও চলছে না।
সঙ্গে সঙ্গে পুরো দোষটা গিয়ে পৌঁছায় নেটওয়ার্ক কোম্পানির ওপর। কিন্তু জানেন কি? সব সময় নেটওয়ার্ক কোম্পানির জন্যই নেটওয়ার্ক চলে যায় না। অনেক সময়ই আপনার ফোনের কারণেও তা চলে যেতে পারে। তা যতই দামি ফোন হোক না কেন। তবে এমন কিছু কায়দা রয়েছে, যা মেনে চললে নেটওয়ার্ক থাকবে সবসময়।
১) প্রথমেই গুগল স্টোর থেকে ডাউনলোড করে ফেলুন নেটওয়ার্ক বুস্ট অ্যাপ।
২) যে অ্যাপগুলো ডাউনলোড তো করে ফেলেছেন। কিন্তু কোনও দিনই কাজে লাগছে না। সেগুলো চটজলদি ডিলিট করে ফেলুন।
৩) যতটা পারবেন ফোন মেমোরি হালকা করুন।
৪) মাঝে মধ্যেই ক্লিন করুন হিস্ট্রি।
৫) নজরে রাখুন আপনার অজান্তে কোনও অ্যাপ নিজে থেকে চলছে না তো?
৬) ডাউনলোড করার সময় নজর রাখুন অন্য কোনও অ্যাপ যেন RUN না করে।
৭) নেটওয়ার্ক চলে গেলে ফোন সুইচঅফ করে ফের অন করুন।
৮) অনেক সময় ফোনে চার্জ না থাকলেও, নেটওয়ার্ক সমস্যা করে।
৯) নেটওয়ার্ক চলে গেলে কাচের গ্লাসের মধ্যে ফোনটা রেখে দিন। দেখবেন নেটওয়ার্ক চলে আসবে।
সূত্রঃ ঢাকা টাইমস

Android password hacking or recovery tips (ডিভাইসের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা রিকভার করবেন?)

https://tech-knowledgebd.blogspot.com

পদ্বতি ১- এই পদ্ধতিতে আপনি আপনার গুগল একাউন্ট দিতে Pattern Lock রিকভার করতে পারবেন। এজন্য আপনার ডিভাইস এ মাস্ট এবং মাস্ট ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই পধতিতে রিকভার করার জন্যে ৫ বার ভুল প্যাটার্ন দিন তারপর একটি অপশন আসবে এরকম– Forgot Pattern? আসলে এটার ভিতর যান এবং আপনার জিমেইল একাউন্ট এর আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। তারপর আপনাকে নতুন প্যাটার্ন দিতে বলবে এবং দিয়ে ফেলুন। এটি খুব সহজ মেথড এবং খুব দ্রুত আপনি প্যাটার্ন লক আনলক/রিকভার করতে পারবেন তবে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
পদ্বতি ২- আপনার ডিভাইস এ যদি ইন্টারনেট কানেকশন না থাকে তবে কি করবেন?? তখন করার কিছু নেই আপনার ডিভাইসটি ফ্যাক্টরি রিসেট দিতে হবে এই পদ্ধতিতে। তবে ডিভাইস এর ভিতর থেকে আমরা রিসেট করতে পারি অনেকেই কিন্তু রিকভারি মুড থেকে অনেকেই পারি না এমনকি জানি ও না কিভাবে করতে হয়। তবে বলে রাখি রিসেট করার পর আপনার ডিভাইস এর সকল অ্যাপ/ডাটা মুছে যাবে এবং ডিভাইস নতুন ভাবে রিসেট হয়ে আসবে যেমনটি মার্কেট থেকে কিনেছিলেন। সুতরাং করতে চাইলে নিচের পদ্ধতি দেখুন…
এজন্য প্রথমেই আপনার ডিভাইসটি বন্ধ করুন। কিভাবে বন্ধ অথবা সুইচ অফ করতে হয় তা নিশ্চয় বলে দিতে হবে না। এখন Volume up+power button অথবা Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ।তবে ভিবিন্য কোম্পানির ডিভাইস এ এই পদ্ধতি ভিবিন্য রকম হয়ে থাকে তাই এটা কাজ না করলে নিচের যেকোনো একটা কাজ করবে…
১. Volume Down + Volume Up + Power button.
২. Volume Down + Power button.
৩. Volume Up + Power button.
৪. Volume Up + Home + Power button.
৫. Volume Up + Camera button.
৬. Home + Camera button.
৭. Home + Power button
উপরের যেকোনো একটা কম্বিনেশন কাজ করবেই মাস্ট আপনার ডিভাইস এ । তারপর আপনি রিকভারি মুড এ প্রবেশ করবেন এই পদ্ধতিতে। প্রবেশ করার পর Wipe Data / Factory Reset নামক একটা অপশন দেখতে পারবেন এবং অপশন টি সিলেক্ট করার জন্যে ডিভাইস এর ভলিউম বাটন ইউজ করুন উপর নিচে নামতে এবং পাওয়ার বাটন দিয়ে সিলেক্ট অথবা ওকে চাপতে পারবেন। এই অপশন টি সিলেক্ট করার পর আপনার কাছে কনফারমেশন পারমিশন চাওয়া হবে এবং ইয়েস দিয়ে দিন তাহলে আপনার ডিভাইস টি ফ্যাক্টরি রিসেট হবে এবং নতুন করে ডিভাইস চালু হবে এতে করে আপনার দেয়া পূর্বের সকল পাসওয়ার্ড মুছে যাবে এমনকি সব ডাটা ও ।
মেথড ৩- স্ক্রিন লক বাইপাস নামক একটি মেথড আছে যা Android 2.3.x অথবা তার নিম্ন ভার্সন এ কাজ করে এবং তার সাহায্যে পিসি থেকে মাত্র কয়েক ক্লিক এ আপনি প্যাটার্ন লক আউট করে দিতে পারবেন। যদিও এখন সবাই এর চেয়ে বেশি ভার্সন এর ডিভাইস ইউজ করেন তবুও কেউ যদি থেকে থাকেন তার জন্যে এই পদ্ধতি দিলাম। এতে করে আপনার ডিভাইস রুট করা থাকতে হবে না। এজন্য যা করতে হবে…
● gingerbread_lock_bypass_droidiser.zip ফাইল টি আপনার পিসিতে ডাউনলোড করুন তারপর Winzip, Winrar, 7ZIP যেটাই থাকে তার সাহায্যে Extract করুন ফাইলটি।
● আপনার ডিভাইস এর জন্যে প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করে নিন পিসি তে। ড্রাইভার এর লিংক দিতে পারলাম না কারন একেকজন একেকরকম কোম্পানির ডিভাইস ইউজ করেন সুতরাং ড্রাইভার ও ভিন্য।
● ড্রাইভার ইন্সটল করার পর অথবা করা থাকলে আপনার ডিভাইসটি পিসি তে কানেক্ট করুন।
● একটু আগে যে ফাইলটি ডাউনলোড ও এক্সট্রাক্ট করেছেন তার ভিতর প্রবেশ করুন।
● এবার Double_Click_Me.bat ফাইলটি ডাবল ক্লিক করে রান করুন এবং enter 1 to continue in the command window
● সব ঠিকঠাক মতো থাকলে আপনার ডিভাইসটি আনলক করার ট্রাই করুন এবং প্যাটার্ন লক টি বাইপাস হয়ে যাবে।
মেথড ৪– এবার কথা হল আপনার ডিভাইস নতুন ভার্সন এর সুতরাং মেথড ৩ কাজ করবে না। সুতরাং আপনি কিভাবে কি করবেন ? তাই আপনার জন্যে মেথড ৪ দিচ্ছি। এই পদ্ধতিতে আপনার ডিভাইস এর যেকোনো পাসওয়ার্ড অথবা পিন/প্যাটার্ন লক আউট কিংবা বাইপাস করতে পারবেন তবে ডিভাইসটি মাস্ট রুট করা থাকতে হবে। ধরে নিলাম রুট করা আছে তাহলে নিচের স্টেপ অনুসরন করুন…
● Reset Password Tool by Droidiser.zip ফাইল টি আপনার পিসিতে ডাউনলোড করুন তারপর Winzip, Winrar, 7ZIP যেটাই থাকে তার সাহায্যে Extract করুন ফাইলটি।
● আপনার ডিভাইস এর জন্যে প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করে নিন পিসি তে। ড্রাইভার এর লিংক দিতে পারলাম না কারন একেকজন একেকরকম কোম্পানির ডিভাইস ইউজ করেন সুতরাং ড্রাইভার ও ভিন্য।
● ড্রাইভার ইন্সটল করার পর অথবা করা থাকলে আপনার ডিভাইসটি পিসি তে কানেক্ট করুন।
● একটু আগে যে ফাইলটি ডাউনলোড ও এক্সট্রাক্ট করেছেন তার ভিতর প্রবেশ করুন।
● এবার Double_Click_Me.bat ফাইলটি ডাবল ক্লিক করে রান করুন এবং enter 1 to continue in the command window
● সব ঠিকঠাক মতো থাকলে আপনার ডিভাইসটি আনলক করার ট্রাই করুন এবং ডিভাইস এ থাকা সকল প্রকার পাসওয়ার্ড পিন কিংবা প্যাটার্ন লক বাইপাস হয়ে যাবে।
মেথড ৫- ধরে নিলাম মেথড ৪ পর্যন্ত কোনটাই কাজ করলো না। তাহলে আপনার জন্যে মেথড ৫ এবং এটা ৫ নাম্বার এ দিলাম কারন একটু কঠিন এবং রিস্কি। তাহলে নিচের স্টেপ অনুসরন করুন…
● প্রথমেই Aroma File Manager ডাউনলোড করে নিন পিসিতে। ডাউনলোড লিংকঃ↓
Download Now
● এবার পিসি থেকে ফাইলটি আপনার এসডি অথবা মেমরি কার্ড এর রুট ফোল্ডার এ কপি করুন অথবা রাখুন।
● এবার রিকভারি মুড এ প্রবেশ করুন। কিভাবে করতে হবে তা মেথড ১ এ দেখিয়েছি।
● ধরে নিলাম রিকভারি মুড এ প্রবেশ করেছেন। এবার Aroma File Manager ফ্ল্যাশ করুন। কিভাবে ফ্ল্যাশ করবেন? রিকভারি মুড এ দেখুন ফ্ল্যাশ ফ্রম এসডি কার্ড নামক অপশন আছে তাতে প্রবেশ করুন তারপর আপনার এসডি কার্ড থেকে কপি করা ফাইলটি সিলেক্ট করেন দিন এবং কনফার্ম করুন।
● এবার মিনু অপশন এ ক্লিক করে সেটিং এ প্রবেশ করুন এবং Mount All Partitions সিলেক্ট করুন।
● এবার Aroma File Manager বের হয়ে যান এবং আবার ফ্ল্যাশ করুন এটি।
● এবার ফ্ল্যাশ করার পর আপনার ডিভাইস এ থাকা সব পার্টিশন দেখতে পারবেন।
● এবার /data/system এ যান।
● এখন যদি প্যাটার্ন লক বাইপাস অথবা রিমুভ করতে চান তাহলে gesture.key ফাইলটি ডিলিট করুন (ডিলিট অপশন পেতে লং প্রেস করতে হবে)
● যদি পাসওয়ার্ড রিমুভ করতে চান তাহলে password.key ফাইলটি ডিলিট করুন।
● ডিলিট করা হয়ে গেলে Aroma File Manager এক্সিট করে দিন এবং রিবুট করুন ডিভাইস।
● ডিভাইস অন হবে এবং সকল প্রকার কল বাইপাস হয়ে যাবে যদি ঠিকমতো ডিলিট করে থাকেন।
এই হল কার্যকরী কিছু মেথড লক বাইপাস/আনলক/রিকভার করার জন্যে। এছারাও প্লে স্টোর এ কিছু অ্যাপ পাওয়া যায় স্ক্রিন কল বাইপাস নামক। সেগুল ইউজ করেও বাইপাস করতে পারবেন তবে ডিভাইস এ ইন্টারনেট কানেকশন থাকতে হবে অথবা পিসি থেকে ক্যাবল দিয়ে অ্যাপটি ইন্সটল করাতে হবে ডিভাইস এ এবং তারপর স্ক্রিন লক/প্যাটার্ন লক বাইপাস করতে পারবেন।
আমার জানা এবং পরিক্ষিত কিছু মেথড এর মধ্যে ৫ টি মেথড আজ তুলে ধরলাম আপনাদের সামনে। আরও কিছু মেথড আছে সেগুলা রিস্কি তাই দিলাম না। আশা করি এই মেথড গুলোই কাজ করবে আপনার জন্যে। তবে দুর্ভাগ্যবশত কাজ না করলে সেটার জন্যে আমি দায়ী নই কারন ডে বাই ডে সিস্টেম এবং সিকিউরিটি আপডেট হচ্ছে। তবে একটা কথা বলে রাখি কোনটাও যদি কাজ না করে তাহলে আপনাকে মেথড ২ দিয়েই করতে হবে যদিও ডিভাইস এর সকল ডাটা মুছে যাবে ।


Credit : [ Imtiaz ]

নিয়ে নিন এন্ড্রোয়েড জন্য ৭ টি প্রয়জনীয় রূট অ্যাপ

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দোয়া ভাল আছি।
আপনার ফোন রুট করেছেন ? কিন্তু কোন লাভ হল না? দেখুন তাহলে রুট করার মজা।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম কয়েকটি রুট অ্যাপ যা আপনাদের ফোন রুট করাকে সার্থক করে তুলবে। তাহলে দেখে নিন কি কি আছে আজ
1.Flashify ঃ এর মাদ্ধমে আপনারা আপনাদের ফোনে কাস্টম রোম ইন্সটল করতে পারবেন। সাথে আরও অনেক কিছু করতে পারবেন। সাথে আপনার ফোন এর ফুল ব্যাক আপ করতে পারেন।
এটা খু এফেক্টীভ এবং সহজে ব্যবহারযোগ্য
2.Full!Screen: এটার দ্বরা আপনারা আপনার ফোনের ফুল স্ক্রীন ইউস করতে পারবেন। এটা আপমার সফট কি এবং notification bar কে হাইড করে এবং ইচ্ছা মত যেখা ইচ্ছা সেখানে সফট কি স্থাপন করতে পারবেন । সাথে  notification bar কাস্টমাইজ করতে পারবেন
3.GMD Auto Hide Soft Keys:এটাও ফুল স্ক্রীন এর মত এবং দেখুন আপনার কোনটা ভাল লাগে। দুইটার ই আলাদা আলাদা ফিচার
4.Greenify:রুট করার সবথেকে বড় উপকার হল এই অ্যাপ। এটি আপনার battery  সহজে চার্জ হতেই দেবে না। ব্যাটারি কম যাবার আসল স্বাদ এই অ্যাপ যা শুধু রূট করলেই বুঝবেন।
5.Quick Boot (Reboot):এটার নাম দেখেই বুজতেছেন এর কাজ কি। এটা তারাতারি বূট মানে রিস্টার্ট করতে পারে এবং সহজে ডাটা সেভ করে ফোন রিস্টার্ট করে
6.SuperSU:এটা আপনার রূট করার পর পাওয়া SuperSU
এর থেকে অনেক বেশী কাজ করবে।
7.Titanium Backup:খু গুরুত্বপুর্ন অ্যাপ। আপনার ফোনের সব কিছু ব্যাক আপ করতে পারবেন যা পর্বতি তে আগের মত করে দেবে

আশা করি আপনারা উপক্রিত হবেন

Contact Us

Name

Email *

Message *

Time in Dhaka:

টেক-নলেজ

(টেক-নলেজ) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলায় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।