Latest Topics

Showing posts with label INTERNET. Show all posts
Showing posts with label INTERNET. Show all posts

Google earth will be the biggest social Network | How ? গুগল আর্থ-ই হবে সোশ্যাল নেটওয়ার্ক


ফেসবুক নয় গুগল আর্থ-ই হবে পরবর্তী বড় সোশ্যাল 

নেটওয়ার্ক



গুগলের পেরেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেট আগামী কয়েক বছরের মধ্যেই গুগল আর্থ প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের লাখেরও বেশি গল্প, ভিডিও এবং ফটো পোস্ট করার সুবিধা দিতে চায়। সম্প্রতি ব্রাজিলে একটি ‘ভয়েজার টুল’ প্রকল্প উদ্ভাবন নিয়ে কথা বলা সময় এই পরিকল্পনার কথা জানান গুগল আর্থের পরিচালক রেবেকা মুর।

পরিকল্পনায় তিনি বলেন, ভয়েজার টুলটি দিয়ে ইন্টারনেট সার্ফাররা বাহিরের কোনো স্থানের তথ্য এবং ছবিসহ ম্যাপে ট্যুর দিয়ে আসতে পারবে। তবে গুগল আর্থ ডিরেক্টর রেবেকা মুর রয়টার্সকে জানান, নিয়মিত ব্যবহারকারী ব্যক্তিগত বা জনসাধারণের ব্যবহারের জন্য নিজেদের অনির্বাচিত কনটেন্টও তৈরি করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, এগুলো হতে পারে আপনার পরিবার ইতিহাসের গল্প, আপনার প্রিয় হাইকিং ট্রিপের গল্প যেকোনো কিছুই হতে পারে।

ব্রাজিলের সাও পাওলোতে মুর ‘আই অ্যাম দ্য অ্যামাজন’ প্রকল্প উন্মুক্ত করেন। যেখানে খাদ্য, পানি এবং সাংস্কৃতিক উত্সের মত বিষয়গুলিতে অ্যামাজনের রেইনফরেস্টের সাথে এর মানুষদের সম্পর্ক স্পর্শ করে এমন ১১টি সাইট ম্যাপ করেছে। মুর জানান, ‘গুগল আর্থ পৃথিবীর কাছে আমাদের উপহার। আর বাজেটের শর্তে, গুগল বিজ্ঞাপন থেকে চমৎকার রাজস্ব আয় করছে এবং গুগলকে সবকিছু থেকে অর্থ উপার্জন করতে হবে না।’

সূত্র: রয়টার্স, ম্যাশেবল

আগামী বছর ৩০ এপ্রিলের মধ্যে নিবন্ধিনহীন কোন সিম থাকল ৪ হাজার টাকা জরিমানা করা হবে।



###
আগামী বছর ৩০ এপ্রিলের মধ্যে নিবন্ধিনহীন কোন সিম থাকলে সংশ্লিষ্ট অপারেটরকে প্রতিটি সিমের জন্য ৫০ ডলার বা প্রায় ৪ হাজার টাকা জরিমানা করা হবে। একই বিধান ৩ বছর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন তৈরি করলেও এতদিন এর কোন বাস্তবায়ন হয়নি। 
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মোবাইল অপারেটরগুলোকে সিম পুনর্নিবন্ধনের জন্য ২০১৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়ে এ বিধান কার্যকরের উদ্যোগ নিয়েছেন। তিনি আগামী এপ্রিলের মধ্যে সিম নিবন্ধন ও পুনর্নিবন্ধন এবং বায়োমেট্রিক পদ্ধতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন। ওই সময়ের পর অর্থাৎ মে থেকে কোনো অবৈধ সিম পাওয়া গেলে ৫০ ডলার করে জরিমানা দিতে হবে মোবাইল ফোন অপারেটরগুলোকে।
যদিও তারানা হালিমের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটব বলেছে, প্রায় ১৩ কোটি সিমের পুনর্নিবন্ধন করতে ৫-৬ মাস সময় লেগে যেতে পারে। এ ছাড়াও রয়েছে বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহার। পুরো প্রক্রিয়াটিই জটিল এবং সময় সাপেক্ষ। জানা গেছে, অ্যামটব থেকে এ বিষয়ে আরো সময় চাওয়া হতে পারে। এর পরিপ্রেক্ষিতে তারানা হালিম জানিয়েছেন, নিশ্চয় এই কাজের জন্য অনন্তকাল সময় তারা পাবেন না। সবকিছুকে নিয়মের মধ্যে আনতে হবে।
প্রসঙ্গত, অনিবন্ধিত বা অবৈধ সিমের জন্য ২০১২ সালের ১১ অক্টোবরে মোবাইল ফোন অপারেটরদের ৫০ ডলার জরিমানার বিধান করে বিটিআরসি। এরপর তিন বছরেও জরিমানা বা শাস্তির বিধানটি কার্যকর করতে পারেনি প্রতিষ্ঠানটি। ২০১২ সালের ১১ অক্টোবর থেকে মোবাইল ফোন অপারেটররা প্রি-অ্যাকটিভেটেড সিম বিক্রি করতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়। বিক্রি করলে প্রতি সিমে ৫০ ডলার করে জরিমানার বিধান করা হয়।
অন্যদিকে, আগামী মাসের ১ তারিখ থেকে পাইলট প্রকল্প হিসেবে মোবাইল সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতির (আঙুলের ছাপ) ব্যবহার শুরু হচ্ছে। তবে মূল কার্যক্রম শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। ফলে মোবাইল ফোন অপারেটরগুলোকে এপ্রিল মাসের মধ্যে সিম নিবন্ধন ও পুনর্নিবন্ধনের কাজ শেষ করতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে।
বেশ কিছুদিন ধরে দেশে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল), মোবাইলভিত্তিক অপরাধ, হুমকি-ধমকি, হয়রানিসহ নানা কর্মকা- আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এসবের কারণ খুঁজতে গিয়ে এ বিষয়ে গঠিত অনুসন্ধান কমিটি অবৈধ এবং অনিবন্ধিত সিম দিয়েই অপকর্মগুলো সংঘটিত হচ্ছে বলে জানতে পারে। আর এসব বন্ধ করতেই সব মোবাইল সিমের নিবন্ধন ও পুনর্নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব উদ্যোগ গ্রহণ করার পরও অবৈধ বা অনিবন্ধিত সিম থেকে গেলে সেগুলোকে জরিমানার আওতায় এনে তা বন্ধ করে দেয়া হবে বলে জানা গেছে।
সিম সঠিকভাবে নিবন্ধন না করার পেছনে অপারেটরদের গাফিলতি রয়েছে বলে বরাবরই বলে আসছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। অপারেটররা যথাযথভাবে সিম নিবন্ধন এবং তা পরবর্তীকালে 'ক্রস চেক' করলে সিম সংক্রান্ত এ ধরনের সমস্যা হতো না। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৫ অক্টোবর থেকে ২০১২ সালের আগে কেনা সিমের মালিকদের মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম্বার এবং বাবা ও মায়ের নাম জানতে চাওয়া হবে।
Collected from : প্রিয় টেক

How to see who is calling from that unknown phone number.


#অনেকেই ফোন করে বিরক্ত করে থাকে।
 বিরক্তের পাশাপাশি অনেক সময় অচেনা এসব কলের হুমকিতে বেশ টেনশনেও থাকতে হয়।  তবে এবার আপনার ফোনের ডিসপ্লেতে ভেসে ওঠা যে কোনো অচেনা ফোন নম্বরের ব্যক্তির তথ্য সহজেই স্মার্টফোন থেকে জেনে নিতে পারবেন।
এজন্য অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য রয়েছে বেশ কিছু অ্যাপস। এসব অ্যাপস ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডে বিশ্বের যে কোনো প্রান্তের প্রাইভেট কলারের তথ্য পাওয়া যাবে।


#True caller : কল লোকেটর অ্যাপস হিসেবে সবচেয়ে জনপ্রিয় এই অ্যাপটি। এর সাহায্যে বিশ্বের যে কোনো দেশের কলারের নাম ও ঠিকানা জানা যাবে। ফোন ধরার আগেই কলার সম্পর্কীয় তথ্য জানিয়ে দেয় ট্রু কলার অ্যাপটি। কোনো ব্যক্তি আপনাকে বার বার বিরক্ত করলে সংশ্লিষ্ট নম্বরটিকে এই অ্যাপের সাহায্যে ব্লক করেও দেয়া যাবে। এই অ্যাপের সাহায্যে আউটগোয়িং কলও ব্লক করা যাবে।


#LINE whoscall : কলারের নামের সঙ্গে অন্যান্য তথ্যও জানাবে এই অ্যাপ। এছাড়া এই অ্যাপটির সাহায্যেও বিরক্তিকর নম্বর ব্লক করা সম্ভব। অ্যাপটির আরেকটি সুবিধা হচ্ছে, এটি শুধু কলই নয় ওই নম্বর থেকে পাঠানো এসএমএসও ব্লক করতে পারে। অ্যাপটি কোনো অফলাইন ডাটাবেসের ক্ষেত্রেও কার্যকর করা সম্ভব।


#Mobile Number Locator : অজানা কলারের অপারেটর ও রেজিস্টার্ড নাম জানবে এই অ্যাপটি। অ্যাপটির অন্যতম সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করে। ইনকামিং ও আউটগোয়িং কল চলাকালীনই কলারের ও প্রাপকের বিস্তারিত জানিয়ে দেয় এই অ্যাপ। গুগল ম্যাপের সাহায্যে এই অ্যাপ কলারের লোকেশনও দেখিয়ে দেবে।
Calls Blacklist : কলারের নাম-ঠিকানা জানা ছাড়াও এই অ্যপের সাহায্যে কল ও মেসেজ ব্লক করা সম্ভব। একই সঙ্গে ইউজার নির্ধারিত লিস্ট তৈরি করে সেসব নম্বরও ব্লক করা যাবে।
অ্যাপসগুলো যে ফোনসেটে ব্যবহারযোগ্য :

Samsung Galaxy Y GT-S6102 (Android 2.3.6)
Samsung Grand Duos GT-I9082 (Android 4.1.2)
HTC one Dual 802d (Android 4.2.2)
RedMi 2013023 (Android 4.2.2)
Samsung Galaxy win i8552 (Android 4.1.2)
MTK-mini3 (Android 4.2.2)


অ্যাপসগুলো ব্যাবহারের জন্য ইন্টারনেট সংযোগ থাকা বাঞ্চনিয় এবং সেগুলো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে।

[ Collected ]

Social Engineering কি?

Social Engineering কি?

কিভাবে Email address ট্রাক করবেন ?

আসসালামু আলাইকুম সবাইকে
আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি :)
আজ আপনি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই,ইমেইল আড্রেস ট্রাক করা যায়
তাহলে চলুন শুরু করি,
দেখে নিন ইমেইল আড্রেস ট্রাক করতে কি কি লাগবে :
1.Google Chrome (or a good and fast browser)
2.Fast internet connection
3.Access to a Google Account on which you received the mail
এখন নিচের পদ্ধতি ফলো করুন ইমেইল আড্রেস ট্রাক করার জন্য :
1.Google Chrome ওপেন করুন এখানে ক্লিক করুন এই ওয়েবসাইটটি আপনাকে ইমেইল ট্রাক করার জন্য সাহায্য করবে.
2.এখন new tab ওপেন করুন,এবং আপনার gmail এর মেইল টি খুলুন.
3.এখন আপনি মেইল টি খুজুন যেটা আপনি ট্রাক করতে চান.
4.এখন নিচের স্ক্রীনশর্ট এ দেখানো ছবিতে দেখুন,reply বাটন এর কাছাকাছি show original বাটন আছে সেখানে ক্লিক করুন
5.এখন দেখবেন নিউ ট্যাব ওপেন হবে, সব গুলো টেক্সট কপি করে রাখুন.
6.এখন আগের ট্যাব টি তে ফিরে যান যেখানে আপনি এই লিংকটি ওপেন করেছিলেন
7.এখন আপনি একটু নিচে নামতেই দেখবেন,একটা খালি Text Box

8.কপি করা টেক্সট গুলো খালি box এ পেস্ট করুন এবং get source এ ক্লিক করুন.
9.এখন কিছুক্ষণ wait করুন টেক্সট গুলো আপলোড হওয়ার জন্য.
10.এখন একটু নিচে নামলেই দেখবেন sender এর ip address ওহ location সহ ম্যাপ

Contact Us

Name

Email *

Message *

Time in Dhaka:

টেক-নলেজ

(টেক-নলেজ) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলায় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।