Latest Topics

Showing posts with label INTERNET HELP. Show all posts
Showing posts with label INTERNET HELP. Show all posts

Facebook লাইক বাড়ান সেলেব্রেটি হয়ে যান।

সামাজিক নেটওয়ার্কের অন্যতম এক মাধ্যম ফেসবুক, ফেসবুকে "লাইক" এখন একটা বিরাট ব্যাপার। স্ট্যাটাস মেসেজ, ছবি, ভিডিও, প্রোফাইল পিকচার ইত্যাদিতে কী পরিমাণ "লাইক" পড়ল বা পড়ল না সেটা নিয়ে প্রায় সবাই চিন্তিত। আবার কোন ব্লগ বা সংবাদপত্রের অনলাইন ভার্সনের কোন সংবাদে কতগুলো "লাইক" পড়ল বা কী পরিমাণ শেয়ার হল - সেটা দিয়ে সেই ব্লগটিউন বা সংবাদের জনপ্রিয়তাও যাচাই করা হয়। শুধু তাই নয়, প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচনের ক্ষেত্রেও ফেসবুকের "লাইক" আজকাল মানদণ্ড হয়ে উঠেছে।  ফেসবুকের কল্যাণে অনেকেই নূতন সেলেব্রিটি হয়ে উঠছেন আবার পুরনো সেলেব্রিটিরা বা তাঁদের ভক্তবৃন্দ যুগের সাথে তাল মিলিয়ে ফেইসবুক পেইজ চালু করছেন। যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে মুহূর্তেই যোগাযোগ করতে পারেন। ফেসবুকের গুরত্ব আমার থেকে হয়ত আপনারাই ভাল বলতে পারবেন। কিন্তু আজ আমি আপনাদের এক নতুন সফটওয়্যার এর সন্ধান দিবো যা ব্যবহার করে আপনি আপনার স্ট্যাটাস ও ফটোতে লাইক পাবেন তাও আবার ফ্রি তে।
Facebook Auto Liker
এর মধ্যে আপনার ফতো অথবা স্ট্যাটাস এর address টি বসিয়ে দিলেই শুরু হয়ে যাবে অটো লাইক।
প্রথমে Facebook Auto Like Bot by (www.3d2hd.com).zip এ গিয়ে ডাউনলোড করে ফেলুন সফটওয়্যার টি।
এরপর ইনস্টল কুরুন।
Facebook Auto Liker ওপেন করুণ এবং POST URL এর মধ্যে লিঙ্ক টি বসিয়ে START ক্লিক করুণ।
এবার এ গিয়ে আপনার যে ফটো তাতে লাইক দিতে হবে তা ওপেন করে লিঙ্ক টি কপি করুণ।


ফেসবুকে সিংগেল নাম করুন খুব সহজে ১০০% Working


***  প্রয়োজনঃ
১. পিসি
২. ফায়ারফক্স
৩. ইন্দনেসিয়ান প্রক্সি
প্রথমে ইন্দনেসিয়ান প্রক্সি একটি কপি করে নিন এই লিংক থেকে প্রক্সি টি ইন্দনেসিয়ান হতে হবে সাথে Proxy Port: 8080 হতে হবে।
তারপর Proxy ip টি Browser এ সেট করে নিতে হবে।

তারপর m.facebook.com এ  থেকে Change Language করে নিন
Bahasa Indonesia
তার পর নিচের দিক থেকে Pengaturan & Privasi লেখাতে ক্লিক করুন তারপর Umum এ ক্লিক করুন তারপর Nama তে ক্লিক করে just 1st Box এ নাম দিন আর বাকি গুলোতে দিতে হবে না। 
                   Box এ password দিয়ে Simpan Peruvahan এ ক্লিক করুন কাজ শেষ।

সক্রিয়ভাবে মুভি সাবটাইটেল ডাউনলোড এর উপায়

মু্ভ দেখার সময় সাবটাইটেল খুবই কমন জিনিস। যদিও যারা ইংলিশ ভালো বুঝেন তাদের দরকার হয়না। আমি যেমন সাবটাইটেল ছাড়া মুভি দেখতে পারিনা। তাই মুভি দেখার সময় যদি আপনার সাবটাইটেল না লাগে তবে এই টিউন আপনার খুব একটা কাজে লাগবে না। যাই হোক কাজের কথায় আসি, আজ আমরা মুভি সাবটাইটেল ডাউনলোড এর চমৎকার একটা ‍সিস্টেম দেখব।

আমরা দেখব কিভাবে একটা মিডিয়া প্লেয়ার দিয়ে সক্রিয়ভাবে মুভি সাবটাইটেল ডাউনলোড করা যায়। এজন্য আমাদের একটা মিডিয়া প্লেয়ার লাগবে যার নাম হলো ওপেন সাবটাইটেলস প্লেয়ার। অনেকেই এর সাথে পরিচিত থাকতে পারেন, কারন এটা বেশ জনপ্রিয়। আপনি গুগলে সার্চ করতে পারেন অথবা সরাসরি তাদের  ওয়েবসাইটে চলে যেতে পারেন।

http://www.opensubtitles.website/

ডাউনলোড এবং ইনস্টল করে যে কোন একটি মুভি ওপেন করুন। এরপর সাবটাইটেল পেতে রাইট ক্লিক করুন এবং OpenSubtitles.org এ মাউস হোভার করে Search for matching subtitles এ ক্লিক করুন। একটা কথা বলা হয়নি যে, আপনার অবশ্যই একটা অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন থাকতে হবে কারন এটা অনলাইন থেকে সাবটাইটেল খুজে ডাউনলোড করবে। নিচের ‍স্ক্রিনশটটি দেখুন।

এই সফটওয়্যারের কাজ হল আপনার ফাইলের বিপরিতে opensubtitles.org থেকে সাবটাইটেল ডাউনলোড করে আনা। আশা করছি আপনার কাজ হয়ে যাবে। 

বিনামূল্যে যোগাযোগ করুন মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে


বিভিন্ন প্রয়োজনে আমাদের মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে কথা বলতে হয়।আমরা অনেক জানি না যে, সব কয়টি মোবাইল অপারেটরের রয়েছে একটি সাধারণ অভিযোগ ডায়েলিং নাম্বার।এই অভিযোগ ডায়েলিং নাম্বার এ গ্রাহকরা অভিযোগ করলে মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকে নিদিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করা হয় গ্রাহকের সাথে।

যেভাবে অভিযোগ করবেন :

• প্রথমেই যে কোন অপারেটর থেকে ১৫৮ এ কল করুন।

• তারপর আপনার ভাষা নির্বাচন করুন।

•এবার আপনার যেকোনো একটি বিষয় এ অভিযোগ নির্বাচন করুন।

• অভিযোগ নির্বাচন করা শেষ হলে আপনার কাছে একটি মেসেজ আসবে এবং বলা হবে নিদিষ্ট (২৪ ঘণ্টা) সময়ের মধ্যে আপনার সাথে একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি যোগাযোগ করবেন।

কাজেই ১৫৮ এ নাম্বার ডায়েল করে আপনি আপনার গ্রামীনফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল থেকে অভিযোগ করে বিনামূল্যে কাস্টমার কেয়ারের সুবিধা নিতে পারবেন।

Android password hacking or recovery tips (ডিভাইসের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা রিকভার করবেন?)

https://tech-knowledgebd.blogspot.com

পদ্বতি ১- এই পদ্ধতিতে আপনি আপনার গুগল একাউন্ট দিতে Pattern Lock রিকভার করতে পারবেন। এজন্য আপনার ডিভাইস এ মাস্ট এবং মাস্ট ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই পধতিতে রিকভার করার জন্যে ৫ বার ভুল প্যাটার্ন দিন তারপর একটি অপশন আসবে এরকম– Forgot Pattern? আসলে এটার ভিতর যান এবং আপনার জিমেইল একাউন্ট এর আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। তারপর আপনাকে নতুন প্যাটার্ন দিতে বলবে এবং দিয়ে ফেলুন। এটি খুব সহজ মেথড এবং খুব দ্রুত আপনি প্যাটার্ন লক আনলক/রিকভার করতে পারবেন তবে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
পদ্বতি ২- আপনার ডিভাইস এ যদি ইন্টারনেট কানেকশন না থাকে তবে কি করবেন?? তখন করার কিছু নেই আপনার ডিভাইসটি ফ্যাক্টরি রিসেট দিতে হবে এই পদ্ধতিতে। তবে ডিভাইস এর ভিতর থেকে আমরা রিসেট করতে পারি অনেকেই কিন্তু রিকভারি মুড থেকে অনেকেই পারি না এমনকি জানি ও না কিভাবে করতে হয়। তবে বলে রাখি রিসেট করার পর আপনার ডিভাইস এর সকল অ্যাপ/ডাটা মুছে যাবে এবং ডিভাইস নতুন ভাবে রিসেট হয়ে আসবে যেমনটি মার্কেট থেকে কিনেছিলেন। সুতরাং করতে চাইলে নিচের পদ্ধতি দেখুন…
এজন্য প্রথমেই আপনার ডিভাইসটি বন্ধ করুন। কিভাবে বন্ধ অথবা সুইচ অফ করতে হয় তা নিশ্চয় বলে দিতে হবে না। এখন Volume up+power button অথবা Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ।তবে ভিবিন্য কোম্পানির ডিভাইস এ এই পদ্ধতি ভিবিন্য রকম হয়ে থাকে তাই এটা কাজ না করলে নিচের যেকোনো একটা কাজ করবে…
১. Volume Down + Volume Up + Power button.
২. Volume Down + Power button.
৩. Volume Up + Power button.
৪. Volume Up + Home + Power button.
৫. Volume Up + Camera button.
৬. Home + Camera button.
৭. Home + Power button
উপরের যেকোনো একটা কম্বিনেশন কাজ করবেই মাস্ট আপনার ডিভাইস এ । তারপর আপনি রিকভারি মুড এ প্রবেশ করবেন এই পদ্ধতিতে। প্রবেশ করার পর Wipe Data / Factory Reset নামক একটা অপশন দেখতে পারবেন এবং অপশন টি সিলেক্ট করার জন্যে ডিভাইস এর ভলিউম বাটন ইউজ করুন উপর নিচে নামতে এবং পাওয়ার বাটন দিয়ে সিলেক্ট অথবা ওকে চাপতে পারবেন। এই অপশন টি সিলেক্ট করার পর আপনার কাছে কনফারমেশন পারমিশন চাওয়া হবে এবং ইয়েস দিয়ে দিন তাহলে আপনার ডিভাইস টি ফ্যাক্টরি রিসেট হবে এবং নতুন করে ডিভাইস চালু হবে এতে করে আপনার দেয়া পূর্বের সকল পাসওয়ার্ড মুছে যাবে এমনকি সব ডাটা ও ।
মেথড ৩- স্ক্রিন লক বাইপাস নামক একটি মেথড আছে যা Android 2.3.x অথবা তার নিম্ন ভার্সন এ কাজ করে এবং তার সাহায্যে পিসি থেকে মাত্র কয়েক ক্লিক এ আপনি প্যাটার্ন লক আউট করে দিতে পারবেন। যদিও এখন সবাই এর চেয়ে বেশি ভার্সন এর ডিভাইস ইউজ করেন তবুও কেউ যদি থেকে থাকেন তার জন্যে এই পদ্ধতি দিলাম। এতে করে আপনার ডিভাইস রুট করা থাকতে হবে না। এজন্য যা করতে হবে…
● gingerbread_lock_bypass_droidiser.zip ফাইল টি আপনার পিসিতে ডাউনলোড করুন তারপর Winzip, Winrar, 7ZIP যেটাই থাকে তার সাহায্যে Extract করুন ফাইলটি।
● আপনার ডিভাইস এর জন্যে প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করে নিন পিসি তে। ড্রাইভার এর লিংক দিতে পারলাম না কারন একেকজন একেকরকম কোম্পানির ডিভাইস ইউজ করেন সুতরাং ড্রাইভার ও ভিন্য।
● ড্রাইভার ইন্সটল করার পর অথবা করা থাকলে আপনার ডিভাইসটি পিসি তে কানেক্ট করুন।
● একটু আগে যে ফাইলটি ডাউনলোড ও এক্সট্রাক্ট করেছেন তার ভিতর প্রবেশ করুন।
● এবার Double_Click_Me.bat ফাইলটি ডাবল ক্লিক করে রান করুন এবং enter 1 to continue in the command window
● সব ঠিকঠাক মতো থাকলে আপনার ডিভাইসটি আনলক করার ট্রাই করুন এবং প্যাটার্ন লক টি বাইপাস হয়ে যাবে।
মেথড ৪– এবার কথা হল আপনার ডিভাইস নতুন ভার্সন এর সুতরাং মেথড ৩ কাজ করবে না। সুতরাং আপনি কিভাবে কি করবেন ? তাই আপনার জন্যে মেথড ৪ দিচ্ছি। এই পদ্ধতিতে আপনার ডিভাইস এর যেকোনো পাসওয়ার্ড অথবা পিন/প্যাটার্ন লক আউট কিংবা বাইপাস করতে পারবেন তবে ডিভাইসটি মাস্ট রুট করা থাকতে হবে। ধরে নিলাম রুট করা আছে তাহলে নিচের স্টেপ অনুসরন করুন…
● Reset Password Tool by Droidiser.zip ফাইল টি আপনার পিসিতে ডাউনলোড করুন তারপর Winzip, Winrar, 7ZIP যেটাই থাকে তার সাহায্যে Extract করুন ফাইলটি।
● আপনার ডিভাইস এর জন্যে প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করে নিন পিসি তে। ড্রাইভার এর লিংক দিতে পারলাম না কারন একেকজন একেকরকম কোম্পানির ডিভাইস ইউজ করেন সুতরাং ড্রাইভার ও ভিন্য।
● ড্রাইভার ইন্সটল করার পর অথবা করা থাকলে আপনার ডিভাইসটি পিসি তে কানেক্ট করুন।
● একটু আগে যে ফাইলটি ডাউনলোড ও এক্সট্রাক্ট করেছেন তার ভিতর প্রবেশ করুন।
● এবার Double_Click_Me.bat ফাইলটি ডাবল ক্লিক করে রান করুন এবং enter 1 to continue in the command window
● সব ঠিকঠাক মতো থাকলে আপনার ডিভাইসটি আনলক করার ট্রাই করুন এবং ডিভাইস এ থাকা সকল প্রকার পাসওয়ার্ড পিন কিংবা প্যাটার্ন লক বাইপাস হয়ে যাবে।
মেথড ৫- ধরে নিলাম মেথড ৪ পর্যন্ত কোনটাই কাজ করলো না। তাহলে আপনার জন্যে মেথড ৫ এবং এটা ৫ নাম্বার এ দিলাম কারন একটু কঠিন এবং রিস্কি। তাহলে নিচের স্টেপ অনুসরন করুন…
● প্রথমেই Aroma File Manager ডাউনলোড করে নিন পিসিতে। ডাউনলোড লিংকঃ↓
Download Now
● এবার পিসি থেকে ফাইলটি আপনার এসডি অথবা মেমরি কার্ড এর রুট ফোল্ডার এ কপি করুন অথবা রাখুন।
● এবার রিকভারি মুড এ প্রবেশ করুন। কিভাবে করতে হবে তা মেথড ১ এ দেখিয়েছি।
● ধরে নিলাম রিকভারি মুড এ প্রবেশ করেছেন। এবার Aroma File Manager ফ্ল্যাশ করুন। কিভাবে ফ্ল্যাশ করবেন? রিকভারি মুড এ দেখুন ফ্ল্যাশ ফ্রম এসডি কার্ড নামক অপশন আছে তাতে প্রবেশ করুন তারপর আপনার এসডি কার্ড থেকে কপি করা ফাইলটি সিলেক্ট করেন দিন এবং কনফার্ম করুন।
● এবার মিনু অপশন এ ক্লিক করে সেটিং এ প্রবেশ করুন এবং Mount All Partitions সিলেক্ট করুন।
● এবার Aroma File Manager বের হয়ে যান এবং আবার ফ্ল্যাশ করুন এটি।
● এবার ফ্ল্যাশ করার পর আপনার ডিভাইস এ থাকা সব পার্টিশন দেখতে পারবেন।
● এবার /data/system এ যান।
● এখন যদি প্যাটার্ন লক বাইপাস অথবা রিমুভ করতে চান তাহলে gesture.key ফাইলটি ডিলিট করুন (ডিলিট অপশন পেতে লং প্রেস করতে হবে)
● যদি পাসওয়ার্ড রিমুভ করতে চান তাহলে password.key ফাইলটি ডিলিট করুন।
● ডিলিট করা হয়ে গেলে Aroma File Manager এক্সিট করে দিন এবং রিবুট করুন ডিভাইস।
● ডিভাইস অন হবে এবং সকল প্রকার কল বাইপাস হয়ে যাবে যদি ঠিকমতো ডিলিট করে থাকেন।
এই হল কার্যকরী কিছু মেথড লক বাইপাস/আনলক/রিকভার করার জন্যে। এছারাও প্লে স্টোর এ কিছু অ্যাপ পাওয়া যায় স্ক্রিন কল বাইপাস নামক। সেগুল ইউজ করেও বাইপাস করতে পারবেন তবে ডিভাইস এ ইন্টারনেট কানেকশন থাকতে হবে অথবা পিসি থেকে ক্যাবল দিয়ে অ্যাপটি ইন্সটল করাতে হবে ডিভাইস এ এবং তারপর স্ক্রিন লক/প্যাটার্ন লক বাইপাস করতে পারবেন।
আমার জানা এবং পরিক্ষিত কিছু মেথড এর মধ্যে ৫ টি মেথড আজ তুলে ধরলাম আপনাদের সামনে। আরও কিছু মেথড আছে সেগুলা রিস্কি তাই দিলাম না। আশা করি এই মেথড গুলোই কাজ করবে আপনার জন্যে। তবে দুর্ভাগ্যবশত কাজ না করলে সেটার জন্যে আমি দায়ী নই কারন ডে বাই ডে সিস্টেম এবং সিকিউরিটি আপডেট হচ্ছে। তবে একটা কথা বলে রাখি কোনটাও যদি কাজ না করে তাহলে আপনাকে মেথড ২ দিয়েই করতে হবে যদিও ডিভাইস এর সকল ডাটা মুছে যাবে ।


Credit : [ Imtiaz ]

Google tips 2016 -1 - বাঁকানো স্ক্রিন


কেবল মানুষই শুধু মজা করবে তা নয়। কেননা গুগলও কিন্তু মজা করা থেকে বিরত থাকেনা। বরং সব সময়ই দেখা যায় গুরুত্বপূর্ণ দিনগুলতে গুগলের আগমন ঘটে একটু ভিন্নভাবে। এছাড়া ওয়েব দুনিয়ার কোন এক কোনে এই কোম্পানিটি আপনার জন্যে লুকিয়ে রেখেছে না না মজার সব আয়োজন যা আপনি দেখেননি এতদিন।
যদিও গুগল সার্চ হচ্ছে আপনার অজানা সব প্রশ্নের সমাধান কিন্তু অনেক সময় এই সার্চইঞ্জিনটি দারুণ মজার রূপে নিজেকে প্রকাশ করে।
অ্যাসকিও (Askew): যখনই আপনি “askew” এবং “tilt’’ শব্দ দুটি খুঁজতে যাবেন তখন দেখবেন উইন্ডোটি বাঁকা হয়ে আসবে।
f1
f2
ব্যারেল রোল (Barrel roll): গুগল কে যদি “do a barrel roll” জিজ্ঞাসা করেন তবে দেখুন কি হয়! আপনার স্ক্রিনটি ৩৬৫ ডিগ্রি ঘুরে আবার ঠিক হবে।
Collected from : Tech.au

আপনার কম্পিউটার নিয়ন্ত্রন করুন নিজের কথার মাধ্যমে (ভয়েস এক্টিভেটেড কম্পিউটার)

আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন।আমি আপনাদের মাঝে তুলে ধরব Windows Vita & Windows 7 এর একটি অসাধারন ফিচার।

আপনার কম্পিউটার নিয়ন্ত্রন করুন নিজের কথার মাধ্যমে (ভয়েস এক্টিভেটেড কম্পিউটার)

সম্প্রতি ঢাকার ডিজিটাল মেলায় নাকি বুয়েটের কিছু ছাত্র এই বিষয়টি প্রদশরন করে।কিন্তু তারা নাকি দাবি করে এটা তাদের নিজেদের আবিষকার।আসলে এই Software টি
নিরমান করেছে Microsoft Company.যাই হোক আমরা এই Software এর মাধ্যমে Computer কে নিজের Voice এর সাহায্য  নিয়ন্ত্রন করতে পারব।এজন্য Computer এর সাথে একটি Microphone হলেই আপনি কাজ করতে পারবেন।
এবারে আসুন কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আলোচনা করি।
প্রথমে Control Panel এ গিয়ে Search করুন Speech Recognition তারপর নিচের নিয়মে কাজ করুন।
কিছু Screenshot দিলাম এবং নিয়মাবলি।
Microphone setup
Microphone setup
আপনি প্রথমেই আপার Microphone Setup করে নিন।উপরের চিত্র অনুযায়ী।
Select Microphone
Select Microphone
আপানার Microphone কি ধরনের সেটা নিরবাচন করুন।
Microphone Test
Microphone Test
Microphone Adjust করার জন্য কিছু লেখা দিবে সেগুলো পড়তে হবে।
Tutorial
Tutorial
তারপর প্রথম ছবির চিত্র অনুযায়ী Take Speech Tutorial এ ক্লিক করুন।তখন এরকম একটি
Screen আসবে।এখানে যেটা বলবে সেটা আপনাকে করতে হবে।
Tutorial
Tutorial
speech Recognition এর Switch ON\OFF এর জন্য Start listening\Stop listening
Voice ব্যবহার করতে হবে অথবা Microphone logo তে ক্লিক করতে হবে।
Tutorial
Tutorial
Tutorial
এখানে বলা হয়েছে  say next to continue এখানে next বললে এটা পরবরতী স্তেপ এ চলে যাবে।
Tutorial
notepad,Wordpad,Microsoft office এর প্রোগ্রাম এ আপনি যেটা বলবেন সেটা Text এ পরিনত হবে।
Tutorial
মনে করেন একটা প্রোগ্রাম এ আপনি কাজ করছেন তখন আপনি Minimize that বললে সেটা Minimize হয়ে যাবে।Close that বললে  বন্ধ হয়ে যাবে।
Tutorial
Scroll bar এর নিয়ন্ত্রন করার জন্য বলতে হবে Scroll Down\Up. তাহলে Scroll bar Move করবে।
Tutorial
Tutorial
Windows পরিবেশে start বললে Start Button Click হবে।
Tutorial
মেনু সিলেক্ট এর জন্য go to<menu name>বললে সেই মেনুতে চলে যাবে।
Tutorial
আপনি আপনার প্রোগ্রাম ওপেন করবেন Start<Program Name>. Start  বলে প্রোগ্রাম এর নাম
বললেই সেই প্রোগ্রাম অন হবে।
Tutorial
তারপর মেনু থেকে Speech Recognition Voice Training এ ক্লিক করে আপনাকে Training দিতে হবে।এটা করলে কম্পিউটার এর সাথে আপনার Voice টা Adjust হবে।
Tutorial
এখানে কিছু লেখা দিবে সেগুলো আপনাকে পড়তে হবে।
Tutorial
Windows পরিবেশে Computer,RecycleBin ইত্যাদি বললে সেটা সিলেক্ট হবে,আর Enter বললে সেটা অন হবে।
Tutorial
যেকনো জায়গায় আপনি Show Numbers বললে সেখানে বিদ্যমান সকল Object এর উপর নাম্বার ভাসতে থাকবে আপনার পছন্দমত নাম্বার টি বললে সেটা সিলেক্ট হবে তারপর Ok বললে সেটা অন  হবে।
Tutorial
Tutorial
যেকনো এডিটর স্ক্রীন এ আপনি কথার সাহায্য লিখতে পারবেন।
আশা করি আপনারা এটি উপভোগ করবেন।
windows XP তে ব্যবহার এর জন্য নিয়ম দেখুন এখানে  http://support.microsoft.com/kb/306537
ধন্যবাদ সবাইকে ,ভালো থাকবেন।

Kaspersky Internet Security 2016 Final with Crack

Free Kaspersky 2016(Final)
                                          
Kaspersky Internet Security 2016 Final with Crack

আপনার বাংলালিংক,এয়ারটেল,গ্রামীনফোন এ
অনলাইন একাউন্ট সাভির্স এর মাধ্যমে আপনার মোবাইল নম্বর এর সকল ইনফরমেশন এখন যে কেউ দেখতে

Contact Us

Name

Email *

Message *

Time in Dhaka:

টেক-নলেজ

(টেক-নলেজ) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলায় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।