চার দশক আগে একটি বাড়ির গ্যারেজে স্টিভ জবস ও ওজনিয়াক মিলে অ্যাপল গড়ে তোলেন। সেখানে তাঁরা অ্যাপল-১ পিসি তৈরি করেন। তাঁদের তৈরি প্রথম ব্যাচের এই পিসি মূলত একটি মাদারবোর্ড। ৪৩৭ পাউন্ড দামে বাইট শপ এই পিসিগুলো কিনে তা বিক্রি করে। এই পিসি কিনলে তার সঙ্গে কেসিং, মনিটর ও কিবোর্ড আলাদা করে যুক্ত করতে হবে।
অ্যাপলের তৈরি প্রথম ব্যাচের এই অ্যাপল-১ পিসিটি টম রমকি নামের এক ব্যক্তির মালিকানায় ছিল। গত বছর এই ব্যাচের আরেকটি পিসির দাম পাঁচ লাখ ৬৩ হাজার ৯০৪ পাউন্ড উঠলে রমকি তাঁর পিসিটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন।
অ্যাপল-১ বিশেষজ্ঞ কোরি কোহেন বলেন, পিসিটি ভালো অবস্থায় আছে। প্রায় চার দশকের পুরোনো এটি। আমার দেখা অ্যাপল-১ পিসিগুলোর মধ্যে এটি সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে।
বোনহ্যামসের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক পরিচালক ও নিলামকারী ক্যাসান্ড্রা হ্যাটন বলেন, পিসিটি বাইট শপের ফরমায়েশ দেওয়া ৫০টি পিসির মধ্যে একটি। নিরাপত্তা পেন নিয়ে এতে উদ্ভাবনী নম্বর লেখা আছে।
অ্যাপল-১ তালিকা অনুযায়ী, এখন পর্যন্ত মাত্র ৬৬টি অ্যাপল-১ পিসি টিকে আছে। (সূত্র: পিটিআই)