Latest Topics

Showing posts with label Educational. Show all posts
Showing posts with label Educational. Show all posts

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে SSC ও HSCতে কত পয়েন্ট থাকলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়া যাবে

কোন বিশ্ববিদ্যালয়ের ফরম তুলতে কত পয়েন্ট লাগে ? 

: সর্বনিম্ন পয়েন্ট (SSC+HSC):

#সরকারী_মেডিকেল

 SSC and HSC = 9.00
*তবে SSC ও HSC তে সর্বনিম্ন 3.50 পেতে হবে

#বাংলাদেশ_প্রকৌশল_বিশ্ববিদ্যালয়_BUET


SSC and HSC = 10.00
*তবে আবেদনকারীদের মধ্যে SSC ও HSC এর GPA এর ভিত্তিতে সর্বমোট ৮৫০০ জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।


#ঢাকা_বিশ্ববিদ্যালয়


Arts = 7.00
Commerce = 7.50
Science =8.00


#শা‌বিপ্র‌বি_সি‌লেট


B unit- SSC+ HSC তে 7.0 (উভয় পরীক্ষায় নূন্যতম GPA 3.0 পে‌তে হ‌বে)
A unit- SSC+ HSC তে 6.5
(উভয় পরীক্ষায় নূন্যতম GPA 3.0 পে‌তে হ‌বে)


#জগন্নাথ_বিশ্ববিদ্যালয়


Arts = 7.50
Commerce =8.50
Science =8.50


#জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয়
Arts = 6.00-8.50
Commerce =6.00-8.50
Science = 7.00-8.50
*জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে Subject-এর উপর GPA
পরিবর্তন হয়।


#চট্টগ্রাম_বিশ্ববিদ্যালয়


(B unit-HSC-2.50 total-5.75)
(D unit-HSC-2.75 total-6 )
(C unit-HSC-3- total- 7)
(A unit-HSC-3 total-6.25)

*চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে Unit ভিত্তিক GPA গননা
করা হয়।


#রাজশাহী_বিশ্ববিদ্যালয় 


মানবিক:এস.এস.সি+ এইচ.এস.সি সর্বনিম্ন ৩.৫০ (with 4th subject) সর্বমোট- ৭.৫০
বাণিজ্য: এস.এস.সি+ এইচ.এস.সি সর্বনিম্ন ৩.৫০ (with 4th subject) সর্বমোট-৮.০০
বিজ্ঞান :এস.এস.সি+ এইচ.এস.সি সর্বনিম্ন ৪.০০ (with 4th subject) সর্বমোট-৮.৫০



#বরিশাল_বিশ্ববিদ্যালয়
Arts =6.00
Commerce =6.50
Science =7.00


#ইসলামী_বিশ্ববিদ্যালয়


Arts =6.50
Commerce =6.75
Science =7.00-7.50


#কুমিল্লা_বিশ্ববিদ্যালয়


Arts = 6.50
Commerce =7.00
Science =7.00


#জাতীয়_কবি_কাজী_নজরুল_ইসলাম_বিশ্ববিদ্যালয়


Arts =6.00-6.50
Commerce =6.50
Science =6.50-7.00
*জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে
Unit ভিত্তিক GPA গননা করা হয়।


#বেগম_রোকেয়া_বিশ্ববিদ্যালয়


Arts = 6.50-7.00
Commerce =6.50-7.50
Science =6.50-7.50
**বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে Unit ভিত্তিক GPA
গননা করা হয়।


#খুলনা_বিশ্ববিদ্যালয়
Arts = 7.00-8.00
Commerce =7.00-8.00
Science =7.00-8.00
*খুলনা বিশ্ববিদ্যালয়ে Unit ভিত্তিক GPA গননা
করা হয়।


(N.B:Update তথ্য পেতে বিশ্ববিদ্যালয়ের নামের উপর ক্লিক করে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে দেখে নিন )

Collected by : Imtiaz Khandoker 

SSC Result 2018 দেখুন | এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৮ দেখুন ( তিনটি পদ্ধতিতে )






|SSC 2018 - এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৮ দেখুন|
পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ:  6 May 2018




-ঃঃ ১ম পদ্ধতি ঃঃ-


-ঃঃ ২য় পদ্ধতি ঃঃ-
:: নিচের লিংকে ক্লিক করুন ::

 SSC Result 2018

-ঃঃ ৩য় পদ্ধতি(With Mark Sheet)  ঃঃ-
 With Mark Sheet


::অথবা SMS করুন ::

How you check SSC Result 2018 by SMS mobile?

Get your SSC Result 2018 through you mobile phone by sms, 1st you have to go to message option and type SSC/Alim <> First three letters of your Board name <> Roll no <>2018 and send to 16222.

FOR EXAMPLE:  SSC <SPACE> DHA <SPACE> 153630 <SPACE> 2018 SEND TO 16222

Bangladesh Education Board Code Name:

DHA = Dhaka Board
BAR = Barisal Board
SYL = Sylhet Board
COM = Comilla Board
CHI= Chittagong Board
RAJ = Rajshahi Board
JES = Jessore   Board
DIN = Dinajpur Board
MAD = Madrasah Board

Prepared by : Imtiaz Khandoker 

HSC Exam routine 2018| PDF Free Download

                                   HSC Exam Routine 2018
                 Download Link :  Click on ->> HSC Routine 2018

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরিক্ষার সম্ভাব্য তারিখ

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ


পরীক্ষার সম্ভাব্য তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২৩, ২৪ ও ৩০ সেপ্টেম্বর এবং ২১ ও ২৮ অক্টোবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন বিকেলে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ১৯-২৭ নভেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়: ২৩-২৭ অক্টোবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ২৩-৩১ অক্টোবর
খুলনা বিশ্ববিদ্যালয়: ৩-৫ নভেম্বর
ইসলামী বিশ্ববিদ্যালয়: ১৯-২৪ নভেম্বর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: ২৪-২৮ নভেম্বর
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৮-১৯ নভেম্বর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ১৩-১৭ নভেম্বর
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস: ১৪, ১৫, ২১ ও ২২ অক্টোবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ২, ৩ ও ৯ ডিসেম্বর
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়: ২৬ ডিসেম্বর ফাজিল সম্মান, ৮-২০ জানুয়ারি ফাজিল পাস

প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট): ২২ অক্টোবর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৫ নভেম্বর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৬ অক্টোবর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৮ অক্টোবর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও: ১৮ নভেম্বর

কৃষি বিশ্ববিদ্যালয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ৯ ডিসেম্বর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ২৯ অক্টোবর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়: ৮ নভেম্বর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ২৫ নভেম্বর
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ৩ ডিসেম্বর

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৬ নভেম্বর
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৮-২১ ডিসেম্বর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৪-৭ নভেম্বর
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১০ ও ১১ ডিসেম্বর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২ ডিসেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১১ ও ১২ নভেম্বর
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৩ ডিসেম্বর

বিনামূল্যে যোগাযোগ করুন মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে


বিভিন্ন প্রয়োজনে আমাদের মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে কথা বলতে হয়।আমরা অনেক জানি না যে, সব কয়টি মোবাইল অপারেটরের রয়েছে একটি সাধারণ অভিযোগ ডায়েলিং নাম্বার।এই অভিযোগ ডায়েলিং নাম্বার এ গ্রাহকরা অভিযোগ করলে মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকে নিদিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করা হয় গ্রাহকের সাথে।

যেভাবে অভিযোগ করবেন :

• প্রথমেই যে কোন অপারেটর থেকে ১৫৮ এ কল করুন।

• তারপর আপনার ভাষা নির্বাচন করুন।

•এবার আপনার যেকোনো একটি বিষয় এ অভিযোগ নির্বাচন করুন।

• অভিযোগ নির্বাচন করা শেষ হলে আপনার কাছে একটি মেসেজ আসবে এবং বলা হবে নিদিষ্ট (২৪ ঘণ্টা) সময়ের মধ্যে আপনার সাথে একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি যোগাযোগ করবেন।

কাজেই ১৫৮ এ নাম্বার ডায়েল করে আপনি আপনার গ্রামীনফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল থেকে অভিযোগ করে বিনামূল্যে কাস্টমার কেয়ারের সুবিধা নিতে পারবেন।

Google tips 2016 -1 - বাঁকানো স্ক্রিন


কেবল মানুষই শুধু মজা করবে তা নয়। কেননা গুগলও কিন্তু মজা করা থেকে বিরত থাকেনা। বরং সব সময়ই দেখা যায় গুরুত্বপূর্ণ দিনগুলতে গুগলের আগমন ঘটে একটু ভিন্নভাবে। এছাড়া ওয়েব দুনিয়ার কোন এক কোনে এই কোম্পানিটি আপনার জন্যে লুকিয়ে রেখেছে না না মজার সব আয়োজন যা আপনি দেখেননি এতদিন।
যদিও গুগল সার্চ হচ্ছে আপনার অজানা সব প্রশ্নের সমাধান কিন্তু অনেক সময় এই সার্চইঞ্জিনটি দারুণ মজার রূপে নিজেকে প্রকাশ করে।
অ্যাসকিও (Askew): যখনই আপনি “askew” এবং “tilt’’ শব্দ দুটি খুঁজতে যাবেন তখন দেখবেন উইন্ডোটি বাঁকা হয়ে আসবে।
f1
f2
ব্যারেল রোল (Barrel roll): গুগল কে যদি “do a barrel roll” জিজ্ঞাসা করেন তবে দেখুন কি হয়! আপনার স্ক্রিনটি ৩৬৫ ডিগ্রি ঘুরে আবার ঠিক হবে।
Collected from : Tech.au

জবির স্নাতক ভর্তি আবেদনের যোগ্যতা : জিপিএ ৬.৫ থেকে

জবির স্নাতক ভর্তি আবেদনের যোগ্যতা : জিপিএ ৬.৫ থেকে ৮ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮, ৭.৫ ও ৬.৫ প্রাপ্ত হতে হবে। ইউনিট ও বিভাগ ভেদে মোট জিপিএ-এর শর্তারোপ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ভর্তি আবেদনের বিস্তারিত তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
পূর্ব ঘোষণা অনুযায়ী এবারই শেষবার ভর্তিচ্ছুরা দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে। সে অনুযায়ী ২০১২ ও ২০১৩ সালে এসএসসি ও সমমান এবং ২০১৪ ও ২০১৫ সালে এইচএসসি ও সমমান উত্তীর্ণরা জিপিএ প্রাপ্তির শর্তপূরণ করে আবেদন করতে পারবে।
সেক্ষেত্রে এ, বি, সি, ডি ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন কমার্স ও ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট শাখার উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৮.০ এবং অন্যান্য শাখার জন্য ৭.৫ প্রাপ্ত হতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫ এর নিচে প্রাপ্তরা আবেদন করতে পারবে না।
তবে ‘ই’ ইউনিটের জন্য উভয় পরীক্ষায় জিপিএ ৬.৫ প্রাপ্ত হতে হবে। কোন পরীক্ষায় জিপিএ ২.৫ এর নিচে প্রাপ্তরা আবেদন করতে পারবে না।
সকল ইউনিটে জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় অন্তত ৩টি বিষয়ে ‘সি’ গ্রেডসহ ন্যূনতম ৫টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৪ ও ২০১৫ সনের ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে ‘সি’ গ্রেডসহ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
এ, বি, সি, ডি ইউনিটের জন্য তিনশত পঞ্চাশ টাকা ও ‘ই’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষার ‘ফি’সহ চারশত পঞ্চাশ টাকা ব্যয় করে মুঠোফোনের মাধ্যমে আগ্রহীরা ২৯ আগস্ট দুপুর ১২টা থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
এবার ‘এ’ ইউনিটে ৭৬০, ‘বি’ ইউনিটে ৭২০, ‘সি’ ইউনিটে ৬২০, ‘ডি’ ইউনিটে ৫৬০ এবং ‘ই’ ইউনিটে ১০০টি আসনসহ মোট ২৭৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ৯ অক্টোবর ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদভুক্ত), ১৬ অক্টোবর ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত), ৩০ অক্টোবর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ এ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত), ৬ নভেম্বর ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত) এবং ১৩ নভেম্বর ‘ই’ ইউনিটের (ড্রামা এ্যান্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষাই বিকেল ৩টায় শুরু হবে।
৭২টি প্রশ্নে মোট ৭২ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণকারীরা সময় পাবেন ১ ঘণ্টা। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jnu.ac.bd) পাওয়া যাবে।
..........Net collection.......

নির্ঘুম রাত কাটে যে কারণে...


প্রতিদিন ভালো ঘুম সবারই খুব প্রয়োজন। পর্যাপ্ত ঘুম ছাড়া মানুষের স্বাভাবিক শারীরিক এবং মানসিক প্রক্রিয়া ব্যাহত হয়। ঘুম ঠিকমতো না হলে দেহে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, হতাশা, ওজন বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়।
নানা কারণে অনেক সময়ই অামাদের ঘুম ভালোমতো হয় না। ঘুমের ব্যাঘাতের পিছনে দৈনন্দিন জীবনের অনেক সাধারণ কাজকর্মই দায়ী। চলুন জেনে নেয়া যাক আমাদের ঘুম বিনষ্টকারী কারণগুলো :
ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার
বিছানায় মোবাইল ফোনের ব্যবহার ক্ষতিকর। কোন হতাশাজনক বার্তা, ফোন বা এসএমএসের রিং টোনের শব্দ আপনার ঘুম নষ্ট করবে। শুধু তাই নয়, ঘুমাতে যাওয়ার সময় মোবাইল, ল্যাপটপ বা ই-বুক রিডারে বই পড়লেও তা আপনার ঘুমের ক্ষতি করবে।
গবেষণা বলছে, ইলেক্ট্রনিক ডিভাইস থেকে যে নীল আলো বের হয় তা আপনার ঘুম আসতে দেরি করে, মেলাটোনিনের পরিমাণ কমিয়ে দেয় এবং সকালে ঘুম ভাঙতে সমস্যা করে। যদিও ব্যবহার করতে হয়, তবে বিশেষজ্ঞদের মতে উজ্জ্বলতা কমিয়ে এবং চোখ থেকে ১৪ ইঞ্চি দূরে রেখে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে হবে।
ঘুমের অসামঞ্জস্যতা
অনেকে কাজের দিনগুলোতে কম ঘুমায় এবং ছুটির দিনগুলোতে বেশি ঘুমিয়ে তা পুষিয়ে দেয়ার চেষ্টা করে। এটা খুবই ভুল। মানুষের উচিত প্রতিদিন পরিমাণমত এবং সমান পরিমাণে ঘুমানো। কাজের ফাঁকে সময় পেলে আধা ঘণ্টা- এক ঘণ্টা ঘুমিয়ে নেয়া যেতে পারে। এটা আপনার হৃদস্পন্দন, রক্তচাপ, রক্তে চিনির পরিমাণ ঠিক রাখবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
এলকোহল পান
আমেরিকার স্লিপ ফাউন্ডেশনের মতে, ১২ শতাংশ মানুষ ঘুমানোর আগে এলকোহল পান করে ভালোভাবে ঘুমানোর জন্য। যদিও এলকোহল মানুষকে ঘুম পাড়াতে সাহায্য করে কিন্তু এই ঘুম ভালো হয় না। এর ফলে ঘুমের মান নষ্ট হয়, ঘুম আপনাকে পুনরুজ্জীবিত করতে পারে না। মানুষের র‍্যাপিড আই মুভমেন্টের কারণে ঘুম ব্যাহত হয় যার ফলে স্মৃতিভ্রংশ ঘটতে পারে।
শরীরের ব্যাথা এড়িয়ে যাওয়া
শরীরে ব্যাথা থাকলে তা আপনাকে গভীরভাবে ঘুমাতে দেবে না। জ্বালাপোড়া, মাথাব্যাথা, পিঠে ব্যাথা, বেকায়দায় ঘুমানো এসব আপনার গভীর ঘুমকে ব্যাহত করে।
নিয়মিত ব্যায়াম না করা
নিয়মিত ব্যায়াম আপনার ঘুমকে ভালো করবে এবং দিনের বেলার ঘুমঘুম ভাব থকে দূরে রাখবে। গবেষণা বলছে, সপ্তাহে ১৫০ মিনিটের ব্যায়াম ঘুমের ৬৫ শতাংশ উন্নতি ঘটায়। আরও দেখা গেছে, যেদিন মানুষ ব্যায়াম করে সেদিন তার ঘুম ভালো হয়।
অতিরিক্ত কাজ করা
অতিরিক্ত কাজ করার ফলে মানুষ পরিমাণমত ঘুমাতে পারে না। দিনে যারা ৫ ঘণ্টার কম ঘুমায় তাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। সেই সাথে হতাশা দেখা দেয়। গবেষকদের মতে, ১৮-৬৪ বছর বয়সের মানুষদের দিনে ৭-৯ ঘণ্টা এবং তার বেশি বয়সের মানুষদের দিনে ৭-৮ ঘণ্টা ঘুমানো উচিত।
মানসিক চাপে থাকা
উচ্চ মানসিক চাপ এবং পর্যাপ্ত ঘুম একে অন্যের সাথে সম্পর্কিত। মানসিক চাপের ফলে মানুষ স্বাভাবিকভাবে ঘুমাতে পারে না। দৈনন্দিন মানসিক চাপের ফলে মানুষের ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়।

জেনে নিন মস্তিষ্কের আবর্জনা দূর করার সহজ কৌশল


পরিমিত পরিমাণে গভীর ঘুম মানুষের মস্তিষ্ক থেকে আবর্জনা দূর করে মস্তিষ্ককে সতেজ করে তোলে। সাম্প্রতিক গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য।
গবেষনায় আরো জানা গেছে, নির্দিষ্ট ভঙ্গিতে ঘুমালে মস্তিষ্ক থেকে ক্ষতিকর উপাদান সহজে দূর হয়।
মানুষের মধ্যে পাশ ফিরে ঘুমানোর প্রবনতা সবচেয়ে বেশি প্রচলিত। মজার ব্যাপার হচ্ছে, বন্যপ্রাণীরাও এই ভঙ্গিতেই সবচেয়ে বেশি ঘুমায়।
স্টোনি ব্রুক ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, পাশ ফিরে ঘুমালে মস্তিষ্কের অপ্রয়োজনীয় উপাদান পরিস্কার হয়ে মস্তিষ্কের উন্নতি করে যা আলঝেইমারসহ মস্তিষ্কের অন্যান্য সমস্যা থেকে দূরে রাখতে সহায়তা করে।
কয়েক বছর আগে ইউনিভার্সিটি অফ রোচেস্টারের গবেষকেরা আবিষ্কার করেন, মানুষের মস্তিষ্ক স্বকীয় প্রক্রিয়ায় নিজেকে বিশুদ্ধ করে। একে বলা হয় গ্লিমফ্যাটিক সিস্টেম। এই প্রক্রিয়ায় অ্যামিলয়েড বেটা এবং টাউ প্রোটিনের মত অনেক ক্ষতিকর উপাদান মস্তিষ্ক থেকে বের হয়ে যায়।
এই গ্লিমফ্যাটিক সিস্টেম সবচেয়ে বেশি কাজ করে ঘুমন্ত অবস্থায়। ঘুমানোর বিভিন্ন ভঙ্গিতে এটা কীভাবে কাজ করে তাই দেখতে চেয়েছেন গবেষকেরা। তারা ইঁদুরকে ৩টি ভিন্ন ভঙ্গিতে (পাশ ফিরে, চিৎ হয়ে এবং উপুড় হয়ে) ঘুম পাড়ান এবং তাদের মস্তিষ্কের এমআরআই করে দেখেন।
এ পরীক্ষায় দেখা যায়, পাশ ফিরে ঘুমালে অন্য দুই ভঙ্গির চেয়ে ২৫ শতাংশ বেশি অ্যামিলয়েড বেটা পরিষ্কার হয়। এই সব আবর্জনা পরিষ্কার না হলে সেগুলো মস্তিষ্কের জন্য ভয়াবহ অসুখ বয়ে আনতে পারে।
গ্লিমফ্যাটিক সিস্টেমে মস্তিষ্কের নালীগুলোর ভেতর দিয়ে সেরেব্রোস্পাইনাল ফ্লুয়িড চলাচল করে। ফলে মস্তিষ্কের আবর্জনা বের হয়ে শরীরে যায় এবং সেখান থেকে রক্তের মাধ্যমে বাহিত হয়ে শরীর থেকে বের হয়।
দিনের বেলা গ্লিমফ্যাটিক সিস্টেম প্রায় নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ঘুমন্ত অবস্থায় এর কার্যকারিতা ৬০ শতাংশ বেড়ে যায়। মূলত এই কারণেই আমাদের ঘুমানো উচিত।
পাশ ফিরে ঘুমালে এই প্রক্রিয়া আরও ভালোভাবে কাজ করে কেননা তখন সেরেব্রোস্পাইনাল ফ্লুয়িড মস্তিষ্কের আরও বেশি আনাচে-কানাচে যেতে পারে। শুধু তাই নয়, পাশ ফিরে ঘুমালে নাক ডাকা এবং স্লিপ এপনিয়ার মত সমস্যাও দূর হয়।
একই সাথে আমাদের ভালো ঘুম বা গভীর ঘুম নিশ্চিত করা উচিত। ঘুম গভীর হওয়ার জন্য কিছু টিপস দেয়া হল।
- ঘুমানোর আগে চা বা কফি না খাওয়া।
- রুটিন অনুযায়ী ঘুমানো এবং জাগা। এতে শরীরের ছন্দ ঠিক থাকে।

ভর্তির যোগ্যতা কিছুটা শিথিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন



ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে ২৪ আগস্ট, যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এ বছর ভর্তির যোগ্যতা কিছুটা শিথিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ক-ইউনিটে (বিজ্ঞান শাখা) ভর্তি-ইচ্ছুকদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ-৮ থাকতে হবে। খ-ইউনিটের জন্য (মানবিক শাখা) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ-৭ থাকতে হবে। গ-ইউনিটে (ব্যবসায় শিক্ষা শাখা) ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ-৭.৫ থাকতে হবে।
ঘ-ইউনিটে (সব শাখা) নিজ নিজ ইউনিটের যোগ্যতা প্রযোজ্য হবে। তবে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার কোনো বিষয়ে বি-গ্রেড বা গ্রেড পয়েন্ট-৩-এর নিচে গ্রহণযোগ্য হবে না।
চ-ইউনিটে (চারুকলা) ভর্তি-ইচ্ছুকদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ-৬.৫ থাকতে হবে। তবে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ-৩ থাকতে হবে।
বিস্তারিত তথ্য: www.du.ac.bd

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)

 ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে এই আসন বিন্যাস প্রকাশ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন-প্রক্রিয়া আজ সোমবার থেকে শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন-প্রক্রিয়া আজ সোমবার থেকে শুরু হয়েছে। 
সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন। 
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.du.ac.bd/admission.php) ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। এ বছর ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। 
ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ১০ সেপ্টেম্বর। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ সেপ্টেম্বর বিকেল তিনটা থেকে পরীক্ষার দিন সকাল নয়টা পর্যন্ত। 
ক ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর, খ ইউনিটের ৯ অক্টোবর, গ ইউনিটের ১৬ অক্টোবর, ঘ ইউনিটের ৬ নভেম্বর এবং চ ইউনিটের সাধারণ জ্ঞান অংশ ১০ অক্টোবর ও অঙ্কন অংশ ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। 
এবার ক ইউনিটে আসন এক হাজার ৬৬০, খ ইউনিটে দুই হাজার ২৫০, গ ইউনিটে এক হাজার ১৭০, ঘ ইউনিটে এক হাজার ৪৪০ এবং চ ইউনিটে ১৩৫। 
চলতি শিক্ষাবর্ষে তিনটি নতুন বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে ওই বিভাগ তিনটির আসনসংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। তাই মোট আসন আরও কিছুটা বাড়বে। 
আবেদনের যোগ্যতা: ক ইউনিটের অধীনে ভর্তি-ইচ্ছুকদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৮, খ ইউনিটের ৭, গ ইউনিটের ৭ দশমিক ৫ প্রয়োজন। ঘ ইউনিটের পরীক্ষার ক্ষেত্রে মানবিক বিভাগ থেকে ৭, বিজ্ঞান থেকে ৮, ব্যবসায় শিক্ষা থেকে ৭ দশমিক ৫ প্রয়োজন। ঘ ইউনিটে কোনো একটি বিষয়ে বি গ্রেড বা জিপিএ-৩-এর কম থাকলে আবেদন করা যাবে না। চ ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএর যোগফল ৬ দশমিক ৫ এবং কোনো পরীক্ষায় জিপিএ-৩-এর কম পেলে আবেদন করতে পারবে না।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরিক্ষার সম্ভাব্য তারিখ

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরিক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে।
বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের উপাচার্যদের সংগঠন অটই’র স্ট্যান্ডিং কমিটির ২৪৪তম সভায় এই সম্ভাব্য তারিখগুলো নির্ধারণ করা হয়।Bangladeshi-All-Public-University
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখ:
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো-
ঢাকা বিশ্ববিদ্যালয়- ৯, ১০, ১৬, ১৭, ৩০
অক্টোবর ও ৬ নভেম্বর।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়- ঢাকা
বিশ্ববিদ্যালয় পরে দিন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়- ২৫
অক্টোবর থেকে ৫ নভেম্বর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়- ৯ থেকে ১২
নভেম্বর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়- ১ থেকে ৯
নভেম্বর।
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া- ১৫
থেকে ১৯ নভেম্বর।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ-
৯-১২ নভেম্বর।
বরিশাল বিশ্ববিদ্যালয়- ২৭ ও ২৮
নভেম্বর।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-
৪, ৫ ও ৬ ডিসেম্বর।
খুলনা বিশ্ববিদ্যালয়- ১১ ও ১২
ডিসেম্বর।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব
প্রফেশনালস- ২৩, ২৪, ৩০ ও ৩১ অক্টোবর।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়- ৪ ও ৫
ডিসেম্বর।
জাতীয় বিশ্ববিদ্যালয়- ১ অক্টোবর।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো-
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
(বুয়েট)- ১০ বা ১৭ অক্টোবর।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়- ৩১ অক্টোবর।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়- ১৪ নভেম্বর।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়- ৬ নভেম্বর।
বাংলাদেশ টেক্সটাইল
বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা- ২০
অথবা ২৭ নভেম্বর।
কৃষি বিশ্ববিদ্যালয়গুলো-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি
বিশ্ববিদ্যালয়, গাজীপুর- ১৪ নভেম্বর।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,
ময়মনসিংহ- ৫ ডিসেম্বর।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,
ঢাকা- ১৮ ডিসেম্বর।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়- ২৮
নভেম্বর।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল
সায়েন্সেস বিশ্ববিদ্যালয়- ৭ নভেম্বর।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো-
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়- ১৩ নভেম্বর।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর- ৩০
নভেম্বর ও ১ থেকে ৩ ডিসেম্বর।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়, সিলেট- ১৪ নভেম্বর।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়- ২০ ও ২১ নভেম্বর।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল- ২৭ ও
২৮ নভেম্বর।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়- ১৩ ও ১৪ ডিসেম্বর।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়- ২০ ও ২১ নভেম্বর।
সংগ্রহে : নাসির উদ্দিন মানিক

২০১৫-১৬ শিক্ষাবর্ষে যে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য জানতে...

এখন বাংলাদেশের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয় আমাদের একমাত্র দেশীয় মোবাইল অপারেটর টেলিটক এর প্রিপেইড সিম থেকে। কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া। তো চলুন আজ জেনে নেওয়া যাক কোন বিশ্ববিদ্যালয়ের আবেদন এর পদ্ধতি কেমন?
এসএমএস পদ্ধতি: প্রথম ধাপ- এই ধাপে একটা টেলিটক সিম যুক্ত মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে-
.
বিশ্ববিদ্যালয়ের নামের কোড স্পেস দিয়ে এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে এইচএসসি রোল নম্বরস্পেস দিয়ে এইচএসসি পাশের সন স্পেস দিয়ে এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে এসএসসি রোল নম্বর স্পেস দিয়ে এসএসসি পাশের সন স্পেস দিয়ে বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটের ফরম তুলবেন তার কীওয়ার্ড
এরপর পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
.
ধরুণ আপনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করবেন, ঢাকা বোর্ড থেকে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় আপনার রোল ১২৩৪৫৬ এবং ২০১২ সালের এসএসসি পরীক্ষায় আপনার রোল ছিল ৭৮৯০১২ তাহলে আপনাকে এসএমএস এ লিখতে হবে
JU<স্পেস>DHA<স্পেস>123456<স্পেস>2014<স্পেস>DHA<স্পেস>789012<স্পেস>2012<স্পেস>C
(শেষের C হল আপনি C ইউনিটের ফরম তুলতে চাচ্ছেন)।
.
কোটার ক্ষেত্রে এই এসএমএস এর শেষে স্পেস দিয়ে কোটার কীওয়ার্ড দিতে হবে।
.
যেমন মুক্তিযোদ্ধা কোটা যদি FFQ উল্লেখ থাকে তাহলে লিখতে হবে:
JU<স্পেস>DHA<স্পেস>123456<স্পেস>2014<স্পেস>DHA<স্পেস>789012<স্পেস>2012<স্পেস>C<স্পেস>FFQ
দ্বিতীয় ধাপঃ এসএমএস পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি এবং একটি পিন কোড জানানো হবে।
.
আবেদন করতে সম্মতি জানানোর জন্যে আপনাকে আবার লিখতে হবে-
বিশ্ববিদ্যালয়ের নামের কোড<স্পেস>YES<স্পেস>প্রাপ্য পিন কোড<স্পেস>যে মোবাইল নম্বরে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে তার নম্বর
এক্ষেত্রে আপনার যে নম্বরটি সবসময় ব্যবহার করেন সেই নম্বরটিই দিবেন। এসএমএসের জন্যে ব্যবহৃত নম্বর না দিলেও চলবে।
.
আপনার মোবাইলে পর্যাপ্ত টাকা থাকলে টাকা কেটে নিয়ে সঙ্গে সঙ্গেই আপনাকে একটি রোল নম্বর প্রদান করা হবে। আপনার কাজ শেষ। এখন শুধু বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুসারে ভর্তি পরীক্ষার সময় আপনাকে সঙ্গে করে পাসপোর্ট সাইজের ছবি এবং কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে।
.
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোড: এসএমএস এর মাধ্যমে যেসকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাচ্ছে সেগুলোর কোড নিচে দেওয়া হলোঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU),
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (JNU),
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (JU),
রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU),
খুলনা বিশ্ববিদ্যালয় (KU),
ইসলামী বিশ্ববিদ্যালয় (IU),
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (COU),
জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (KNU),
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (BRUR),
বরিশাল বিশ্ববিদ্যালয় (BU),
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট (SUST),
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST),
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU),
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল (MBSTU),
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর (HSTU),
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
(NSTU),
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST),
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET),
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET),
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BSMRSTU),
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU),
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU),
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (SYLAU),
চট্টগ্রাম ভেটেরিনারি এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU),
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (BSMRAU)
.
বোর্ডের নামের কোড: বিভিন্ন বোর্ডের নামের প্রথম ৩ অক্ষরই হবে ঐ বোর্ড এর নামের কোড। নিচে সকল বোর্ড এর নামের কোড তুলে দেওয়া হলোঃ
ঢাকা বোর্ড (DHA), চট্টগ্রাম বোর্ড (CHI),
রাজশাহী বোর্ড (RAJ),
কুমিল্লা বোর্ড (COM), দিনাজপুর বোর্ড (DIN),
যশোর বোর্ড (JES), সিলেট বোর্ড (SYL),
বরিশাল বোর্ড (BOR),
মাদ্রাসা বোর্ড (MAD),
ও এবং এ লেভেলের জন্যে (GCE) এবং
অন্যান্যদের জন্যে (OTH)

Contact Us

Name

Email *

Message *

Time in Dhaka:

টেক-নলেজ

(টেক-নলেজ) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলায় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।