Latest Topics

শিক্ষাভিত্তিক মোবাইল আপ্লিকেশন “দূরবীন অ্যাপ”

শিক্ষাকে আরো সহজে দেশের সকল শিক্ষার্থীদের কাছে পৌছে দিতে দূরবীন উদ্ভাবন করলো তাদের প্রথম শিক্ষাভিত্তিক মোবাইল আপ্লিকেশন দূরবীন অ্যাপ। জ্ঞান অন্বেষন এখন আর শুধুমাত্র কাগুজে বইয়ে সীমাবদ্ধ নেই। কালের পরিক্রমায় হাতের স্মার্টফোনটিও হয়ে উঠেছে জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম। এই বিষয়টি মাথায় রেখে দূরবীন অ্যাপের সুচনা। স্মার্টফোন ভিত্তিক শিক্ষার এই নতুন হাতিয়ার যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে আরো এক ধাপ এগিয়ে নেবে সে কথা নির্দ্বিধায় বলাই যায়।
দূরবীন বাংলাদেশের শিক্ষাখাতের উন্নয়নের লক্ষ্যে এবং শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে ‘দূরবীন অ্যাপ’ (Durbin App) মোবাইল এপ্লিকেশন সফটওয়ারটি তৈরি করেছে। এই এপ্লিকেশনটি, প্রাইমারি এবং মাধ্যমিক (৫ম শ্রেণী – ১২শ শ্রেণী) পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে স্বপ্নকল্প (vision), ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, নানা অনুপ্রেরণামূলক ও আলোকিত সংবাদ (Enlightened News), উচ্চশিক্ষা বিষয়ক নানা তথ্য, এবং সেই সাথে জ্ঞানযোগ (Study Network) এর মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদের সাথে পড়ালেখা নিয়ে মুক্ত আলোচনার একটি মাধ্যম হিসেবে কাজ করবে। এটির মাধ্যমে শিক্ষার্থীরা স্ব-শিখন (self-study) করতে পারবে, এবং ভিডিও ও ছবি শেয়ারিং এর মাধ্যমেও নিজেরা নিজেরা নানা বিষয়ের নানা সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধান করতে পারবে। সর্বোপরি, এই এপ্লিকেশনটি শিক্ষার্থীদের দূরশিক্ষণ(Distance Learning) এর সুযোগ তৈরি করবে এবং নানা মেধার লড়াই (Contest)এর মাধ্যমে নিজেদের যাচাই করতে পারবে। শিক্ষার্থীরা শুধুমাত্র স্মার্টফোন ব্যবহারের মাধ্যমেই তাদের অনুশীলন সম্পন্ন করতে সক্ষম হবে। তাছাড়াও এটি তাদের ভবিষ্যত লক্ষ নির্ধারনে সহায়ক হবে এবং এই আপসটির মাধ্যমে শিক্ষার্থীরা নিজদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে। এছাড়াও বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোকে আরো সহজে ও স্বচ্ছভাবে বোঝানোর জন্য আছে অসংখ্য ভিডিও টিওটোরিয়েলস।
দেশের প্রায় ২০ লাখ ছাত্র ছাত্রীর ভাগ্য গঠনে সহায়ক হবে অ্যাপটি। দূরবীন অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে দূরবীন (Durbin) লিখে সার্চ করলেই পাওয়া যাবে। অন্যথায়http://www.durbinapp.com অথবা http://www.durbinbd.org ওয়েবসাইটে ভিসিট করেও অ্যাপটি পাওয়া যাবে।

Contact Us

Name

Email *

Message *

Time in Dhaka: 12:52:15AM
Wednesday 09/04/25

টেক-নলেজ

(টেক-নলেজ) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলায় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।