Latest Topics

Showing posts with label Offer. Show all posts
Showing posts with label Offer. Show all posts

Grameenphone Free 4G sim card

শীঘ্রই বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত দ্রুতগতি সম্পন্ন 4G ইন্টারনেট!
সর্বোচ্চ গতি সম্পন্ন এই 4G ইন্টারনেট এর অভিজ্ঞতা নিতে সকল গ্রামীণফোন গ্রাহককে তাদের বর্তমান সিমটি 4G সিম দিয়ে রিপ্লেস করতে হবে।

আপনার সিম এই মুহূর্তে 4G কিনা জানতে অনুগ্রহ করে ডায়াল করুন *১২১*৩২৩২# আপনার বর্তমান 3G সিমটি 4G সিম দিয়ে রিপ্লেস করলেই পাবেন ফ্রি 1.5GB ইন্টারনেট (মেয়াদ ৭ দিন)।
গ্রামীণফোন গ্রাহকরা তাদের নম্বর পরিবর্তন ছাড়াই যেকোনো সিম রিপ্লেসমেন্ট পয়েন্ট থেকে রিপ্লেস করে নিতে পারবেন  4G সিম (সিম রিপ্লেসমেন্ট চার্জ প্রযোজ্য)!
গ্রামীণফোন 4G সম্পর্কে আরও জানতে (যেমন: 4G সিম কোথায় এবং কিভাবে পাবেন?) অনুগ্রহ করে আমাদের FAQ সেকশনে ভিজিট করুন অথবা, 4G সিম পাওয়ার স্থানসমূহ উল্লিখিত তালিকার সাহায্য নিন।

প্রশ্নাবলী:


:
১. 4G কি?
উত্তর: 4G অনেকটা 3G ‘র মতই, কিন্তু এটি দ্রুততর গতিসম্পন্ন ব্রাউজিং এবং আরও ভালো নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবে। 4G ইন্টারনেট-এর সাথে আপনি পাবেন:
  • দ্রুতগতি সম্পন্ন ডাটা নেটওয়ার্ক
  • সর্বাধুনিক প্রযুক্তি
  • ডিজিটাল দুনিয়াতে ইচ্ছেমতো বিচরণের সুযোগ
  • বাসা কিংবা অফিস, সবখানেই কাজে আরও দক্ষতা
২. 4G এর সুবিধা কি কি?
উত্তর: 4G ইন্টারনেটের মূল সুবিধা হচ্ছে:
  • ডাউনলোড/আপলোডে আরও গতি
  • কম সময়ে পেজ লোডিং, ফলে আরও কম বাফারিং
  • দ্রুতগতির ইন্টারনেট ব্রাউজিং
  • শক্তিশালী নেটওয়ার্ক
৩. 4G সিম কি?/ 4G সিম এবং পুরনো সিমের মধ্যে কি কি পার্থক্য রয়েছে?
উত্তর: 4G সিম এর সাহায্যে গ্রাহকগণ 4G মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবেন। সাধারণ সিম-এ গ্রাহকরা গ্রামীণফোন 2G এবং 3G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। আর গ্রাহকরা USIM ব্যবহার করে 2G এবং 3G নেটওয়ার্ক এর সাথে 4G নেটওয়ার্ক-এর সুবিধাও লাভ করতে পারবেন
৪. আমি কিভাবে জানতে পারবো যে আমার সিম 4G কিনা?
উত্তর: অনুগ্রহ করে ডায়াল করুন *১২১*৩২৩২# এবং জানুন আপনার সিম 4G কিনা।
৫. 4G নেটওয়ার্ক চালু হওয়ার আগেই কেনো আমি আমার পুরনো সিমটি 4G সিম-এ কনভার্ট করবো?
উত্তর: আপনি যদি এখনই আপনার সিমটিকে 4G সিম-এ কনভার্ট করেন তাহলে আপনার এলাকায় 4G চালু হওয়ার সাথে সাথেই আপনি সকল প্রকার 4G ইন্টারনেটের সুবিধা পাবেন।
৬. 4G সেবা কখন থেকে চালু হবে?
উত্তর: দেশব্যপী 4G নেটওয়ার্ক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এখনো কাজ করে যাচ্ছে। সরকার আমাদেরকে অবহিত করলেই আমরা 4G সেবা চালু করবো। আমাদের ওয়েবসাইট ও অনান্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে 4G সেবা চালু হওয়ার তারিখ সম্পর্কিত যাবতীয় তথ্য আমাদের গ্রাহকদেরকে জানিয়ে দেওয়া হবে।
৭. 4G কাভারেজ কোথায় পাওয়া যাবে?
উত্তর: 4G সেবা চালু হওয়ার পর 4G নেটওয়ার্ক-এর কাভারেজ সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের ওয়েবসাইট-এ আপডেট করা হবে এবং অন্যান্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
৮. 4G কাভারেজ আমাদের এলাকায় কখন থেকে পাওয়া যাবে?
উত্তর: 4G সেবা চালু হওয়ার পর 4G নেটওয়ার্ক-এর কাভারেজ সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের ওয়েবসাইট-এ আপডেট করা হবে এবং অন্যান্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
৯. 4G ইন্টারনেটের খরচ/ট্যারিফ কেমন হবে?
উত্তর: 4G সেবা চালু হওয়ার পর 4G নেটওয়ার্ক-এর খরচ/ট্যারিফ সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের ওয়েবসাইট-এ আপডেট করা হবে এবং অন্যান্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
১০. আমার বন্ধু 4G সিম রিপ্লেসমেন্ট-এর জন্য SMS পাচ্ছে, আমি কেনো পাচ্ছি না?
উত্তর: 4G সিম রিপ্লেসমেন্ট SMS পাঠানো একটি চলমান প্রক্রিয়া এবং আমরা আমাদের গ্রাহদের ধাপে ধাপে এই SMS গুলো পাঠাচ্ছি। তবে আপনি চাইলে আপনার নিকটস্থ কাস্টমার সেন্টারে গিয়ে পুরনো সিমটিকে 4G সিম-এ কনভার্ট করতে পারেন। তবে 4G সেবা চালু হওয়ার পর 4G নেটওয়ার্কের সুবিধাগুলো পেতে হলে আপনার একটি 4G হ্যান্ডসেট থাকতে হবে।
১১. কোথায়/কিভাবে 4G সিম পাওয়া যাবে?
উত্তর: ক্লিক করে জেনে নিন কোথায় গেলে আপনি আপনার সিমটি রিপ্লেস করতে পারবেন অথবা, আপনার নিকটস্থ গ্রামীণফোন সেন্টারে চলে যান।
১২. সিম রিপ্লেস করার সময় আমি কিভাবে সিওর হবো যে আমার রিপ্লেস করা সিম টা 4G সাপোর্ট করবে?
উত্তর: আপনার রিপ্লেস করা সিম এর প্যাকেটে "U" চিহ্ন টি থাকবে। অবশ্যই সিমটির প্যাকেট খোলার পূর্বে দেখে নিবেন যে সিম এর প্যাকেট এ "U" চিহ্নটি আছে কিনা। "U" চিহ্ন থাকা সিমটি অবশ্যই 4G সাপোর্টেড হবে।
১৩. 4G সেবা কি এখনই পাওয়া যাচ্ছে?
উত্তর: 4G সেবা এখনও চালু হয় নি। তবে অতি শীঘ্রই এটি চালু হতে যাচ্ছে। 4G নেটওয়ার্ক চালু হওয়া মাত্রই আমরা ওয়েবসাইট আপডেট ও অন্যান্য বিভিন্ন চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের গ্রাহকদেরকে জানিয়ে দেব।
১৪. সিম রিপ্লেসমেন্টের খরচ কত?
উত্তর: ১১০ টাকা (তবে জিপি স্টার গ্রাহকগণ গ্রামীণফোন সেন্টারে গিয়ে বিনামূল্যে সিম রিপ্লেস করতে পারবেন)।
১৫. 4G সিম-এর সুবিধা পেতে আমার কি 4G সমৃদ্ধ হ্যান্ডসেট থাকতে হবে?
উত্তর: 4G নেটওয়ার্কের উন্নতমানের সুবিধাগুলো পেতে আপনাকে 4G enabled হ্যান্ডসেট ও 4g সিম উভয়ই থাকতে হবে। তবে যেসকল হ্যান্ডসেট 4G enabled না, সেসব ফোনেও 4G সিম ব্যবহার করা যাবে, কিন্তু 4G নেটওয়ার্কের সুবিধাগুলো পাওয়া যাবে না।
১৬. 4G সিম-এ রিপ্লেস করার পর আমার বর্তমান ভয়েস প্যাকেজে কোনো পরিবর্তন আসবে কি?
উত্তর: না। সিম রিপ্লেস করার পর আপনার বর্তমান ভয়েস প্যাকেজে কোনো পরিবর্তন আসবে না।

১.৫ জিবি 4Gসিম রিপ্লেসমেন্ট অফার প্রশ্নাবলী:

১. ১.৫ জিবি ইন্টারনেট অফারটি কি??
উত্তর: কাস্টমার 3G সিম 4G সিম দিয়ে রিপ্লেস করলে ১.৫জিবি ইন্টারনেট (মেয়াদ ৭ দিন) ফ্রি পাবে।
ডাটার পরিমাণমেয়াদমূল্য
১.৫ জিবি (১৫৩৬ এমবি)৭ দিন (০ + ৬ দিন)০ টাকা
২. গ্রাহক কি ভাবে অফারটি গ্রহণ করতে পারবে?
উত্তর: যেসব গ্রাহক 3G সিম ব্যবহার করছেন, তারা 4G সিম দিয়ে রিপ্লেস করলে ১.৫জিবি ইন্টারনেট ৭ দিনের জন্য ফ্রি পাবেন।
৩. অফারটি কতদিন চলবে?
উত্তর: অফারটি ২৯ জানুয়ারি ২০১৮ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলবে।
৪. অব্যবহৃত ডাটা বা মেগাবাইট কি মেয়াদ শেষে ক্রয়কৃত অফারের সাথে যোগ হবে?
উত্তরঃ অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে না।
৫. অটোরিনিউ সুবিধা আছে কি?
উত্তরঃ না, নেই।
৬. কোন ধরণের গ্রাহক এই অফারের জন্য প্রযোজ্য?
উত্তরঃ Skitto গ্রাহক ব্যাতিত সকল গ্রামীণফোন গ্রাহক এই অফারের জন্য প্রযোজ্য।
৭. গ্রাহক কিভাবে ব্যালান্স চেক করবে?
উত্তরঃ *১২১*১*৪# ডায়াল করে কাস্টমার ইন্টারনেট ব্যালান্স চেক করতে পারবে।

Facebook লাইক বাড়ান সেলেব্রেটি হয়ে যান।

সামাজিক নেটওয়ার্কের অন্যতম এক মাধ্যম ফেসবুক, ফেসবুকে "লাইক" এখন একটা বিরাট ব্যাপার। স্ট্যাটাস মেসেজ, ছবি, ভিডিও, প্রোফাইল পিকচার ইত্যাদিতে কী পরিমাণ "লাইক" পড়ল বা পড়ল না সেটা নিয়ে প্রায় সবাই চিন্তিত। আবার কোন ব্লগ বা সংবাদপত্রের অনলাইন ভার্সনের কোন সংবাদে কতগুলো "লাইক" পড়ল বা কী পরিমাণ শেয়ার হল - সেটা দিয়ে সেই ব্লগটিউন বা সংবাদের জনপ্রিয়তাও যাচাই করা হয়। শুধু তাই নয়, প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচনের ক্ষেত্রেও ফেসবুকের "লাইক" আজকাল মানদণ্ড হয়ে উঠেছে।  ফেসবুকের কল্যাণে অনেকেই নূতন সেলেব্রিটি হয়ে উঠছেন আবার পুরনো সেলেব্রিটিরা বা তাঁদের ভক্তবৃন্দ যুগের সাথে তাল মিলিয়ে ফেইসবুক পেইজ চালু করছেন। যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে মুহূর্তেই যোগাযোগ করতে পারেন। ফেসবুকের গুরত্ব আমার থেকে হয়ত আপনারাই ভাল বলতে পারবেন। কিন্তু আজ আমি আপনাদের এক নতুন সফটওয়্যার এর সন্ধান দিবো যা ব্যবহার করে আপনি আপনার স্ট্যাটাস ও ফটোতে লাইক পাবেন তাও আবার ফ্রি তে।
Facebook Auto Liker
এর মধ্যে আপনার ফতো অথবা স্ট্যাটাস এর address টি বসিয়ে দিলেই শুরু হয়ে যাবে অটো লাইক।
প্রথমে Facebook Auto Like Bot by (www.3d2hd.com).zip এ গিয়ে ডাউনলোড করে ফেলুন সফটওয়্যার টি।
এরপর ইনস্টল কুরুন।
Facebook Auto Liker ওপেন করুণ এবং POST URL এর মধ্যে লিঙ্ক টি বসিয়ে START ক্লিক করুণ।
এবার এ গিয়ে আপনার যে ফটো তাতে লাইক দিতে হবে তা ওপেন করে লিঙ্ক টি কপি করুণ।


ফেসবুকে সিংগেল নাম করুন খুব সহজে ১০০% Working


***  প্রয়োজনঃ
১. পিসি
২. ফায়ারফক্স
৩. ইন্দনেসিয়ান প্রক্সি
প্রথমে ইন্দনেসিয়ান প্রক্সি একটি কপি করে নিন এই লিংক থেকে প্রক্সি টি ইন্দনেসিয়ান হতে হবে সাথে Proxy Port: 8080 হতে হবে।
তারপর Proxy ip টি Browser এ সেট করে নিতে হবে।

তারপর m.facebook.com এ  থেকে Change Language করে নিন
Bahasa Indonesia
তার পর নিচের দিক থেকে Pengaturan & Privasi লেখাতে ক্লিক করুন তারপর Umum এ ক্লিক করুন তারপর Nama তে ক্লিক করে just 1st Box এ নাম দিন আর বাকি গুলোতে দিতে হবে না। 
                   Box এ password দিয়ে Simpan Peruvahan এ ক্লিক করুন কাজ শেষ।

গুগোল বিনা মূল্যে আপনার সব ছবি ক্লাউডে সংরক্ষণ করে রাখার সুবিধা দেবে

আমাদের অনেক ছবি ভিডিও আছে যা আমরা অনেক দিন রাখতে চাই আর এই  রাখার
জন্য আমরা আমাদের মেমোরি কার্ড ব্যবহার করে থাকি কিন্তু এই মেমোরি কার্ড মাঝে
মাঝে নষ্ট হয়ে যাই তাহলে কি করবেন রাখবেন না আপনার প্রিয় ছবি ভিডিও
হুম রাখবেন কিন্তু কি ভাবে ? আর এই কথাই চিন্তা করে গুগোল
বিনা মূল্যে আপনার সব ছবি ক্লাউডে সংরক্ষণ করে রাখার সুবিধা দেবে ক্লাউডকে খুব সাধারণভাবে কম্পিউটারের পরিবর্তে ইন্টারনেটে চালিত সফটওয়্যার সার্ভিস বলা যেতে পারে গত মাসে গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে গুগল নতুন একক একটি সেবা চালু করেছে যা ইন্টারনেট ব্যবহারকারীদের বিনা মূল্যে ছবি ভিডিও ক্লাউডে সংরক্ষণ করার সুবিধা দেবে বর্তমানে গুগল ফটোজ নামের সেবাটি অ্যান্ড্রয়েড, আইওএস ওয়েবের জন্য চালু রয়েছে যেখানে ছবি সংরক্ষণ করে রাখা যায়
যখন অ্যান্ড্রয়েড আইওএস চালিত যন্ত্রে গুগল ফটোজ ইনস্টল করা থাকবে তখন ছবি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে তাতে আপলোড হয়ে ক্লাউডে সংরক্ষিত হতে শুরু করবে ক্লাউডে ছবি ভিডিও ফুল রেজুলেশনে সংরক্ষিত হবে ছবির ক্ষেত্রে সর্বনিম্ন কোয়ালিটি হবে ১৬ মেগাপিক্সেল আর ভিডিওর ক্ষেত্রে ১০৮০ পিক্সেল এর চেয়ে বেশি রেজুলেশনের ছবি বা ভিডিও সংরক্ষণ করতে চাইলে গুগল অ্যাকাউন্টের জন্য সংরক্ষিত স্টোরেজ ব্যবহার করতে হবে গুগল অ্যাকাউন্টের ক্ষেত্রে মোট ১৫ গিগাবাইট জায়গা দেয় গুগল যা গুগল ড্রাইভ, জিমেইল, গুগল প্লাসের ছবির ক্ষেত্রে ভাগাভাগি করে ব্যবহৃত হয় ছাড়া ব্যবহারকারী চাইলে এক টেরাবাইট স্টোরেজ কিনে ব্যবহার করতে পারে
গুগলের আই/ নামের সম্মেলনে গুগলের বিনা মূল্যে ফটো ভিডিও সংরক্ষণের সেবাটির বিশেষ ডেমো দেখানো হয় এখানে ক্লাউডে সংরক্ষিত ছবি ব্রাউজ করা বা কলিং করা খুব সহজ বলে বর্ণনা করা হয় গুগল ফটোজ সেবাটি স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তি স্থান চিনতে পারে বলে আলাদা করে ট্যাগ করার দরকার পড়ে না ছাড়াও বিশেষভাবে ছবি ভিডিও সার্চও করা যায়
বেল্ট জন ফটো এডিটর কোলাজ মেকার এই দুটি ফিচার যুক্ত রয়েছে গুগল ফটোজে গুগল ফটোজ ব্যবহার করে না এমন বন্ধুদের সঙ্গেও ছবি শেয়ার করার সুবিধা রয়েছে এতে


লিঙ্ক : https://photos.google.com/

Contact Us

Name

Email *

Message *

Time in Dhaka:

টেক-নলেজ

(টেক-নলেজ) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলায় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।