Latest Topics

Facebook লাইক বাড়ান সেলেব্রেটি হয়ে যান।

সামাজিক নেটওয়ার্কের অন্যতম এক মাধ্যম ফেসবুক, ফেসবুকে "লাইক" এখন একটা বিরাট ব্যাপার। স্ট্যাটাস মেসেজ, ছবি, ভিডিও, প্রোফাইল পিকচার ইত্যাদিতে কী পরিমাণ "লাইক" পড়ল বা পড়ল না সেটা নিয়ে প্রায় সবাই চিন্তিত। আবার কোন ব্লগ বা সংবাদপত্রের অনলাইন ভার্সনের কোন সংবাদে কতগুলো "লাইক" পড়ল বা কী পরিমাণ শেয়ার হল - সেটা দিয়ে সেই ব্লগটিউন বা সংবাদের জনপ্রিয়তাও যাচাই করা হয়। শুধু তাই নয়, প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচনের ক্ষেত্রেও ফেসবুকের "লাইক" আজকাল মানদণ্ড হয়ে উঠেছে।  ফেসবুকের কল্যাণে অনেকেই নূতন সেলেব্রিটি হয়ে উঠছেন আবার পুরনো সেলেব্রিটিরা বা তাঁদের ভক্তবৃন্দ যুগের সাথে তাল মিলিয়ে ফেইসবুক পেইজ চালু করছেন। যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে মুহূর্তেই যোগাযোগ করতে পারেন। ফেসবুকের গুরত্ব আমার থেকে হয়ত আপনারাই ভাল বলতে পারবেন। কিন্তু আজ আমি আপনাদের এক নতুন সফটওয়্যার এর সন্ধান দিবো যা ব্যবহার করে আপনি আপনার স্ট্যাটাস ও ফটোতে লাইক পাবেন তাও আবার ফ্রি তে।
Facebook Auto Liker
এর মধ্যে আপনার ফতো অথবা স্ট্যাটাস এর address টি বসিয়ে দিলেই শুরু হয়ে যাবে অটো লাইক।
প্রথমে Facebook Auto Like Bot by (www.3d2hd.com).zip এ গিয়ে ডাউনলোড করে ফেলুন সফটওয়্যার টি।
এরপর ইনস্টল কুরুন।
Facebook Auto Liker ওপেন করুণ এবং POST URL এর মধ্যে লিঙ্ক টি বসিয়ে START ক্লিক করুণ।
এবার এ গিয়ে আপনার যে ফটো তাতে লাইক দিতে হবে তা ওপেন করে লিঙ্ক টি কপি করুণ।


Contact Us

Name

Email *

Message *

Time in Dhaka:

টেক-নলেজ

(টেক-নলেজ) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলায় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।