Latest Topics

সক্রিয়ভাবে মুভি সাবটাইটেল ডাউনলোড এর উপায়

মু্ভ দেখার সময় সাবটাইটেল খুবই কমন জিনিস। যদিও যারা ইংলিশ ভালো বুঝেন তাদের দরকার হয়না। আমি যেমন সাবটাইটেল ছাড়া মুভি দেখতে পারিনা। তাই মুভি দেখার সময় যদি আপনার সাবটাইটেল না লাগে তবে এই টিউন আপনার খুব একটা কাজে লাগবে না। যাই হোক কাজের কথায় আসি, আজ আমরা মুভি সাবটাইটেল ডাউনলোড এর চমৎকার একটা ‍সিস্টেম দেখব।

আমরা দেখব কিভাবে একটা মিডিয়া প্লেয়ার দিয়ে সক্রিয়ভাবে মুভি সাবটাইটেল ডাউনলোড করা যায়। এজন্য আমাদের একটা মিডিয়া প্লেয়ার লাগবে যার নাম হলো ওপেন সাবটাইটেলস প্লেয়ার। অনেকেই এর সাথে পরিচিত থাকতে পারেন, কারন এটা বেশ জনপ্রিয়। আপনি গুগলে সার্চ করতে পারেন অথবা সরাসরি তাদের  ওয়েবসাইটে চলে যেতে পারেন।

http://www.opensubtitles.website/

ডাউনলোড এবং ইনস্টল করে যে কোন একটি মুভি ওপেন করুন। এরপর সাবটাইটেল পেতে রাইট ক্লিক করুন এবং OpenSubtitles.org এ মাউস হোভার করে Search for matching subtitles এ ক্লিক করুন। একটা কথা বলা হয়নি যে, আপনার অবশ্যই একটা অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন থাকতে হবে কারন এটা অনলাইন থেকে সাবটাইটেল খুজে ডাউনলোড করবে। নিচের ‍স্ক্রিনশটটি দেখুন।

এই সফটওয়্যারের কাজ হল আপনার ফাইলের বিপরিতে opensubtitles.org থেকে সাবটাইটেল ডাউনলোড করে আনা। আশা করছি আপনার কাজ হয়ে যাবে। 

Contact Us

Name

Email *

Message *

Time in Dhaka:

টেক-নলেজ

(টেক-নলেজ) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলায় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।