Latest Topics

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)

 ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে এই আসন বিন্যাস প্রকাশ করা হয়।
 
আগামী ১ সেপ্টেম্বর থেকে আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর কারিগরি বা পেশাগত বিষয়ের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত। ১, ২ ও ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর দুইটা, ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বেলা ২টা থেকে বিকেল ৫টা এবং ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর কেন্দ্রে একযোগে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে ঢাকায় ১৪টি এবং বাকি বিভাগগুলোতে একটি করে কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০০ নম্বরের পরীক্ষার জন্য চার ঘণ্টা এবং ১০০ নম্বরের পরীক্ষার জন্য তিন ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।
গাণিতিক যুক্তি, গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিকস এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ের লিখিত পরীক্ষায় প্রার্থীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এ ছাড়া অন্যসব বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ থাকবে। 
এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে বই, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়। এ সব নিয়ে কোনো প্রার্থী পরীক্ষার হল চত্বরে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার হলে এবং মূল গেটে মোবাইলের জন্য বিশেষ তল্লাশি চালানো হবে পিএসসি থেকে জানানো হয়।

Contact Us

Name

Email *

Message *

Time in Dhaka:

টেক-নলেজ

(টেক-নলেজ) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলায় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।