এমন কি কখনো হয়েছে যে আপনি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিশিষ্ট ল্যাপটপ কিম্বা ডেস্কটপ কম্পিউটারে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছেন? অথবা এমনও কি কখনো হয়েছে যে একটি বড় ফাইল ডাউনলোড করার সময় তা সম্পূর্ণ করে অনেক রাতে আপনাকে ঘুমাতে যেতে হয়েছে? এই ঘটনাগুলো কিন্তু খুব সহজেই অল্টার করা সম্ভব! এবং খুব সহজেই আমরা উইন্ডোজের জন্য শাট-ডাউন টাইমার তৈরি করে এই ঘটনাগুলোকে এড়িয়ে যেতে পারি। চলুন, জেনে নেই শাট-ডাউন টাইমার তৈরি করার পদ্ধতি টি।
পদ্ধতি
এই পদ্ধতিতে আমরা উইন্ডোজের ডেস্কটপে একটি শাট-ডাউন টাইমারের শর্টকাট তৈরি করব। এর জন্য প্রথমেই আমাদের ডেস্কটপের যে কোন স্থানে মাউসের রাইট ক্লিক করব। আমরা একটি কনটেক্সট মেনু দেখতে পাব, এই মেনু থকে New > Sortcut -এ ক্লিক করুন।
Shrtcut-এ ক্লিক করার পর একটু উইন্ডো আসবে যেখানে শর্টকাটের লোকেশন লোকেট করতে বলা হবে। এই স্থানে নিচের কোডটি লিখুন -
shutdown.exe -s -t XXXX
উপরের কোডটিতে XXXX এর স্থানে আপনি যত সেকেন্ড পর আপনি আপনার কম্পিউটারটি বন্ধ করতে চান তা লিখতে হবে। যেমন, আপনি যদি ২ মিনিট পর আপনার কম্পিউটারটি বন্ধ করতে চান তাহলে লিখতে হবে ১২০ সেকেন্ড। ব্যাস। ১২০ সেকেন্ড পরেই আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে।
আপনি যদি কোন শর্টকা