Latest Topics

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?


ইন্টারনেটের কল্যাণে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে।বাংলাদেশের অনেকেই এখন অনলাইনে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিচ্ছেন।যারা ফ্রিল্যান্সিং কাজের সাথে জড়িত তাদের উপার্জনের অন্যতম পছন্দনীয় মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অনলাইনে রয়েছে এর বিশাল বাজার।সে লক্ষেই বুকবিডি সিরিজের রচনা ও সম্পাদনায় জ্ঞানকোষ থেকে প্রকাশিত হয়েছে “অ্যাফিলিয়েট মার্কেটিং” বইটি।

বইটিতে আলোচনা করা হয়েছে-অ্যাফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন? অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কি কি দক্ষতা থাকতে হবে? অ্যাফিলিয়েট মার্কেটার হওয়ার সুবিধা, কী-ওয়ার্ড রিসার্চ এন্ড কম্পেটিটর অ্যানালাইসিস, ডোমেইন অ্যান্ড হোস্টিং, কনটেন্ট রাইটিং,অ্যামাজন অ্যাকাউন্ট,ওয়েবসাইট এসইও অপটিমাইজড, ওয়েব সাইট মার্কেটিং, লিংক বিল্ডিং, অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস সমূহ ইত্যাদি। এছাড়াও বইটিতে বাস্তবধর্মী প্রজেক্ট নিয়ে কাজ করা হয়েছে। 

আলোচ্য বিষয়গুলো উপস্থাপিত হয়েছে সহজভাবে।যেন একজন প্রফেশনাল এবং বিগীনার বইটি পড়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে খুব সহজে জানতে পারে।বইটিতে প্রাকটিক্যালি সব করে দেখানোর ফলে বইটি পড়ার জন্য পূর্বের কোন জ্ঞান থাকার প্রয়োজন নেই।

বইটিতে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, এস ই ও এবং ওয়ার্ডপ্রেস এই তিনটি বিষয় শিখতে পারবেন। বইটির সাথে ফ্রি ভিডিও টিউটোরিয়াল রয়েছে। যে কেউ চাইলে বইটির একাংশ www.bookbd.info  থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইনে অর্ডার করা যাবে rokomari.com/bookbd থেকে। 

Contact Us

Name

Email *

Message *

Time in Dhaka: 02:16:32PM
Sunday 06/04/25

টেক-নলেজ

(টেক-নলেজ) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলায় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।