প্রিজমা হচ্ছে একটি আর্ট ফটো এডিটর যার ফলে একজন ব্যবহারকারীরা তাদের ছবিতে বিভিন্ন রকম ছবির ইফেক্ট এবং চমৎকার সব ইমেজ ফিল্টার অ্যাপ্লাই করে সাধারণ ছবিগুলোকে মুহূর্তেই চমৎকার আর্টওয়ার্কে রূপান্তর করতে পারেন। অসাধারণ এই এআই ক্যামেরাটি পৃথিবীর সব বিখ্যাত শিল্পীর আঁকার স্টাইল এবং জনপ্রিয় সব অর্নামেন্ট এবং প্যাটার্ন ব্যবহার করে আর্টওয়ার্কগুলো তৈরি করে থাকে। চলুন, জেনে নেয়া যাক অ্যাপলিকেশনটির ব্যবহারবিধি।
প্রিজমা অ্যাপলিকেশনটি ব্যবহার করার জন্য আপনাকে যা করতে হবে,
অ্যাপলিকেশনটি আপাতত শুধুমাত্র আইওএস এর জন্য মুক্ত করা হয়েছে ফলে আপাতত এটি ব্যবহার করার জন্য আপনার কাছে একটি আইফোন ডিভাইস থাকতে হবে।
অ্যাপল স্টোর থেকে আপনি বিনামূল্যেই এই অ্যাপলিকেশনটি ইন্সটল করে নিতে পারবেন।
অ্যাপটি স্মার্টফোনে ইন্সটল হয়ে যাবার পর অ্যাপলিকেশনটি রান করুন।
অ্যাপলিকেশনটি রান করার পর আপনি দুটি কাজ করতে পারেন! এডিট করার জন্য নতুন ছবি অ্যাপলিকেশনটির মাধ্যমে তুলতে পারেন, অথবা গ্যালারি থেকে আগের তোলা ছবিও নির্বাচন করতে পারেন।
নতুন বা পূর্বে তোলা ছবি সিলেক্ট করার পর সেই ছবিটি আপনাকে ক্রপ করতে হবে। ফিল্টার অ্যাপ্লাই করার পূর্বে আপনি আপনার ছবিটিকে চাইলে সুবিধা অনুযায়ী রোটেট-ও করে নিতে পারবেন।
ক্রপ এবং রোটেট করার পর আপনি নিচের দিকে বিভিন্ন রকম ইফেক্ট দেখতে পারবেন। ইফেক্টগুলো সিলেক্ট করলেই আপনাকে আউটপুটের প্রিভিউ দেখানো হবে। আপনি একটি আউটপুট নির্বাচন করে ছবিটির মাঝে ট্যাপ করে ডানে বা বায়ে স্লাইডের মাধ্যমে নির্বাচিত ইফেক্টটি কতটুকু ইনটেন্স হবে তা নির্বাচন করতে পারবেন।
ব্যাস, সব কিছু ঠিক থাকলে ছবিটি সংরক্ষণ করে ফেলুন।
নোট - ক্যান্ডি ক্যামেরার মতই প্রাথমিক ভাবে এই অ্যাপলিকেশনটি দিয়ে তৈরি করা ছবিগুলোর নিচে Prisma ওয়াটার মার্কটি থাকে। তবে আপনি চাইলে সেটিংস থেকে ওয়াটার মার্কটি ব্যবহার করবেন কি না তা নির্ধারণ করে দিতে পারেন।
যাদের আইফোন নেই তাদেরও মন খারাপ করার কিছু নেই। অ্যান্ড্রয়েডের জন্য খুব শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে প্রিজমা, অ্যাপলিকেশনটির অফিসিয়াল সাইটে গেলেই এ সম্পর্কে আপনি তথ্য পাবেন।