Latest Topics

ডিএসএলআর ক্যামেরার স্বাদ নিন গুগলের নতুন “ Android M ” ক্যামেরা অ্যাপ ব্যবহার করে। [DsLR+Candy]

“ Android M ” ক্যামেরা অ্যাপ।
:: Super Tips-TechKnowledge ::

সত্যি বলতে আমার কাছে ডিফল্ট ক্যামেরার ইন্টারফেস এতোটাই বাজে লাগে যে বাধ্য হয়ে আমি অন্য ক্যামেরা অ্যাপ ব্যবহার করি। আর এমন অনেক অপশন আছে যেগুলো খুবই দরকারি কিন্তু ডিফল্ট ক্যামেরাতে নেই। তাই আজ আপনাদের অসাধারন একটি ক্যামেরা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিবো।
চলুন এক ঝলক দেখে নেয়া যাক কি কি নতুন বা মোডিফাই ফিচার অ্যাড করা হয়ছে “অ্যান্ড্রয়েড এম” ক্যামেরাতে-
১। সবার আগে যে বিষয়টি লক্ষ করবেন সেটি হল এর ফোকাস অ্যানিমেশন।
২। আগের থেকে অনেক গুন দ্রুত আধুনিক HDR অপশন।
৩। পাবেন নতুন অ্যানিমেশন ভিউইং অপশন যখন কোন ইমেজ ফোকাস করবেন।
৪। সর্বশেষ তোলা ছবিটি উপরে ডান পাসে ভিউ হবে (লাইক নোটিফিকেশন)।
৫। পুরনো লো লাইট এবং নরমাল অপশনটি বাতিল করে দেয়া হয়েছে।
৬। সুপার ফাস্ট ছবি তোলার ক্ষমতা সাথে প্রায় জিরো হাং কন্ট্রোল।

এতো এতো প্রশংসা শোনার পর নিশ্চই আপনার এখন ক্যামেরা অ্যাপটি ব্যবহার করতে ইচ্ছে করছে? তবে আর দেরি কেন?  এখনি নিচে দেয়া লিংকে যেয়ে ডাউনলোড করে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের পছন্দ হবে।

ডাউনলোড লিঙ্ক -  এখানে ক্লিক করুন।
Stay with us............ Share with your friend..............

Contact Us

Name

Email *

Message *

Time in Dhaka:

টেক-নলেজ

(টেক-নলেজ) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলায় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।