Latest Topics

Sign up and earn money by CPA Lead |Bangla Tutorial | Part 2 |Tech-knowledgebd


সিপিএ লিডে (CPA Lead) এ সাইন আপ করে কাজ করবেন কিভাবে ?

সিপিএ কি   ?

CPA এর ফুল মিনিং হল Cost Per Actionসি পি এ হলো বিলিয়ন ডলারের মার্কেটপ্লেস। অনলাইনে আয়ের একটি বড় মাধ্যম হলো সি পি এ (CPA)এখানে বড় সুবিধা হল আপনি কোন প্রকার বিড করা ছাড়াই কাজ করতে পারবেন। এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের অফার থাকে যেগুলোকে Action বলে। এই একশনগুলো কমপ্লিট করিয়ে দিতে পারলে প্রতি অ্যাকশানে আপনি টাকা পাবেন। 



এটা একটা সিম্পল সিপিএ  অফার যার দাম ৩ ডলার। একটা জব পোর্টালের সাইন আপ পেইজ। এখানে যদি আপনি ভিজিটর পাঠান সেই ভিজিটর থেকে যতজন এটা পূরণ করে সাইন আপ করবে তার প্রতিজনের জন্য আপনি ৩ ডলার করে পাবেন। অর্থাৎ একদিনে যদি আপনি ১০ জনকে করাতে পারেন তাহলে আপনার আয় হবে ৩*১০ = ৩০ ডলার।

সিপিএ লিড (CPA Lead) কি?

সিপিএ লিড হচ্ছে সিপিএ মার্কেটপ্লেস। সোজা করে বলতে গেলে কাজ করার জন্য আপনি অফারগুলো এই মার্কেটপ্লেসে পাবেন। নতুন সিপিএ মার্কেটারদের জন্য এটা দারুন একটা মার্কেটপ্লেস। এখানে আপনি সাইন আপ, রেজিস্ট্রেশান, ডাউনলোড, সার্ভেসহ সব ধরনের অফারই পাবেন। যেই অফারটি বা যেই ধরনের অফার নিয়ে কাজ করতে আপনার সুবিধা তা ধরে নিয়ে তা থেকে লিঙ্ক জেনারেট করেই আপনি আজকেই কাজ শুরু করে দিতে পারবেন। তবে তার আগে আপনাকে সিপিএ লিডে অ্যাকাউন্ট করে নিতে হবে।

CPA Lead – এ কিভাবে অ্যাকাউন্ট খুলবেন?

সিপিএ লিডে অ্যাকাউন্ট খোলার জন্য cpalead.com এ গিয়ে সাইন আপ লিঙ্কে ক্লিক করুন। এটি আপনাকে সাইন আপ এর পেইজে নিয়ে যাবে। সেখানে আপনি সরাসরি ফেইসবুক বা গুগল অ্যাকাউন্ট ব্যাবহার করে অটো সাইন আপ করতে পারবেন। আবার ঠিক নিচে ম্যানুয়ালি সাইন আপ করার জন্য ফর্মও পাবেন। যেখানে সাইন আপ করার জন্য আপনার নাম ইমেইল এড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং সিকিউরিটি প্রশ্ন দিতে হবে।



রেজিস্ট্রেশান করার পর এখানে আপনি উপরের দিকের মেনুতে দেখতে পাবেন offers নামের লিঙ্ক আছে। অফারে ক্লিক করলে এটি আপনাকে সকল অফার প্রদর্শন করবে সেখান থেকে যেই অফার আপনি মার্কেটিং করতে ইচ্ছুক তা সিলেক্ট করলে একটা লিঙ্ক ক্রিয়েট করার অপশন আসবে যেখান থেকে লিঙ্ক নিয়ে আপনি সরাসরি বা আপনার নিজের কোন ল্যান্ডিং পেজে অফারের বিস্তারিত দিয়ে রেজিস্ট্রেশান লিঙ্ক হিসেবে দিতে পারেন।

তারপর আপনি আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক যেকোনো অনলাইন মিডিয়াতে শেয়ার করে আপনার ল্যান্ডিং পেজে ট্রাফিক টানবেন এবং তারপর সেখানে অফারের বিস্তারিত দেখে লোকজন যখন অফারের লিঙ্কে ক্লিক করে চলে যাবে এবং অফারের যা একশন তা করবে (রেজিস্ট্রেশান, ডাউনলোড ইত্যাদি) তখন প্রতি কমপ্লিট একশনের জন্য আপনি টাকা পাবেন।

CPA Lead এর সুবিধাসমূহঃ

সাপ্তাহিক পেমেন্ট-

এদের পেমেন্ট হচ্ছে সাপ্তাহিক। অর্থাৎ আপনার উপার্জিত টাকা মাস ভিত্ততে নয় বরং সপ্তাহ ভিত্তিতে প্রদান করে থাকে। এদের আলাদা পেমেন্ট ডিপার্টমেন্ট আছে যাদের কাজই হচ্ছে প্রতি সপ্তাহে সব মার্কেটার দের আয় তাদের পেমেন্ট মেথডে প্রদান নিশ্চিত করা এবং পেমেন্ট সম্পর্কিত কোন জটিলতায় পড়লে তার সমাধান করা।

বিশাল কমিউনিটি-

এই সাইটে বর্তমানে ১৮০ টি দেশ থেকে ৩৫০০০০ মেম্বার রেজিস্টার্ড আছে।

রেফারেল বোনাস-

আপনার রেফারেলে যদি কেউ রেজিস্ট্রেশান করে এবং কাজ করে তাহলে আজীবন তার পাওয়া লিডের আয়ের %৫ আপনি বোনাস পাবেন। এজন্য আবার তার আয় থেকে কিন্তু কেটে রাখা হবে না।

অফার প্রোমোশনে মার্কেটার দের জন্য এরা অফার ওয়াল, কন্টেন্ট লকসহ আরও বিভিন্ন টুল প্রদান করে থাকে যাতে আপনার মার্কেটিংয়ে অধিক আয় নিশ্চিত হয়।

এছাড়াও সিপিএ লিডের আরও অনেক সুবিধা রয়েছে যা এটিকে অনন্য সাধারন মার্কেটপ্লেস থেকে আলাদা করে। আশা করি আপনাদের বুঝতে এবং সিপিএ লিড এর অফার নিয়ে কাজ করতে অসুবিধা হবে না।

Contact Us

Name

Email *

Message *

Time in Dhaka:

টেক-নলেজ

(টেক-নলেজ) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলায় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।