আসছে ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস। এই দিনটাকে ঘিরে একেক জনের থাকে একেক আয়োজন। কিভাবে মনের মানুষটাকে খুশি করা যায় এই জল্পনা কল্পনা নিয়েই ব্যস্ত অনেকে। ভালবাসার মানুষকে খুশি করতে যাই করুন না কেন একটা ছোট্ট ইকুয়েশন দিয়ে এক নিমেষেই বলতে পারেন আপনার মনের কথাটি।
sqrt(cos(x))*cos(300x)+sqrt(abs(x))-0.7)*(4-x*x)^0.01, sqrt(6-x^2), -sqrt(6-x^2) from -4.5 to 4.5
আসলে এই ইকুয়েশন হচ্ছে গুগল গ্রাফের একটি মজার ফিচার। যখনই আপনি এই এই সমীকরণটি গুগল সার্চে পেস্ট করে অথবা লিখে এন্টার চাপবেন তখনই দেখতে পাবেন সুন্দর একটি বিশাল হার্ট যা আপনার গোপন ভালবাসাকে ইঙ্গিত করবে।
যদি কাউকে ভালবাসেন অথচ বলতে পারছেননা আপনার ভালবাসার কথাটি, তবে তাকে পাঠিয়ে দিন এই সমীকরণটি আর সে যদি বলে এটা কি? তখন সুন্দর করে উত্তর দিন, গুগলে সার্চ করে জেনে নাও।
ব্যাস যা জানার সে এমনিতেই জেনে যাবে !
আসলে এই ইকুয়েশন হচ্ছে গুগল গ্রাফের একটি মজার ফিচার। যখনই আপনি এই এই সমীকরণটি গুগল সার্চে পেস্ট করে অথবা লিখে এন্টার চাপবেন তখনই দেখতে পাবেন সুন্দর একটি বিশাল হার্ট যা আপনার গোপন ভালবাসাকে ইঙ্গিত করবে।
যদি কাউকে ভালবাসেন অথচ বলতে পারছেননা আপনার ভালবাসার কথাটি, তবে তাকে পাঠিয়ে দিন এই সমীকরণটি আর সে যদি বলে এটা কি? তখন সুন্দর করে উত্তর দিন, গুগলে সার্চ করে জেনে নাও।
ব্যাস যা জানার সে এমনিতেই জেনে যাবে !