Latest Topics

৪০০ ডলার মূল্যের গুগল আর্থ সফটওয়্যারটি নিয়ে নিন সম্পূর্ণ ফ্রিতে

$৪০০ ডলার মূল্যের গুগল আর্থ সফটওয়্যারটি নিয়ে নিন সম্পূর্ণ ফ্রিতে। গুগল নিজেই গুগল আর্থ সফটওয়্যারটি বিনামূল্যে দিচ্ছে। তাহলে দেরি কেন?

গত এক দশক ধরে গুগল আর্থ প্রো সফটওয়্যারটি খুবই জনপ্রিয়তা পেয়েছে। সফটওয়ারটির মূল্য ৪০০ ডলার। ব্যবসায়ী, বিজ্ঞানী ও শৌখিন ভ্রমণবিলাসীরা বেড়াতে যাওয়া থেকে শুরু করে বৈজ্ঞানিক অনেক কাজ করতে এই সফটওয়্যারটি ব্যবহার হয়ে আসছে।
থ্রিডি, প্রিন্টিং এসব কাজে ব্যবহার করা যায় এই গুগল আর্থ প্রো।
এই জনপ্রিয় সফটওয়্যারটি এখন মুক্ত সফটওয়্যার হিসেবে ঘোষণা দিল গুগল কর্তৃপক্ষ। ফলে এর সুবিধা এখন থেকে সবাই পাবেন।
এই সফটওয়্যার কি কাজে লাগে?
এটার উত্তর পেতে গুগল আর্থ প্রো সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে বলেছেন গুগল কর্তৃপক্ষ। এটি আসলেই অসাধারণ। ফ্রিতে আপনি এই সফটওয়্যারের সিরিয়াল কী পাবেন।

গুগল প্রো ভার্চুয়াল ভ্রমণের জন্যই নয়, এই সফটওয়্যারটি ব্যবহার করে ট্রাফিক তথ্য ও ভূতাত্ত্বিক, সৌর গবেষণা করার কাজেও
গুগল প্রো ভার্চুয়াল ভ্রমণের জন্যই নয়, এই সফটওয়্যারটি ব্যবহার করে ট্রাফিক তথ্য ও ভূতাত্ত্বিক, সৌর গবেষণা করার কাজে ছাড়াও আরও অনেক কাজে ব্যবহার  করা হয়।

কীভাবে পাবেন-

  • প্রথমে গুগলের এই লিংক থেকে ফর্মটি পুরন করে সফটওয়্যারটির সিরিয়াল কী ডাউনলোড করে নিন।
  • তারপর আবার গুগলের এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
  • প্রথম লিংকে কোন ভুল তথ্য দিবেন না, ভুল তথ্য দিলে কী পাবেন না।
নতুন গুগল আর্থ

আপনার কম্পিউটারের কনফিগারেশন যা থাকলে সফটওয়্যারটি চলবে-

সব কম্পিউটারে গুগল আর্থ সফটওয়্যারটি চলবে না। মিনিমাম নিচের কনফিগারেশন থাকতে হবে,
  • কমপক্ষে ২.৪ গিগাহার্টজের পেন্টিয়াম ৪ প্রসেসর
  • হার্ড ডিস্কে ২ জিবি খালি জায়গা
  • ১ জিবি র‍্যাম
  • উইন্ডোজ ৭ বা ৮ এর যেকোনো অপারেটিং সিস্টেম
  • আর ম্যাকের ক্ষেত্রে ওএসএক্স ১০.৬. ৮ বা তার পরবর্তী যেকোনো ভার্সনে চলবে।
এটা ব্যবহারকারীদের জন্য দারুণ একটা সুযোগ। গুগল কর্তৃপক্ষ আসলেই দারুণ ডিসিশন নিলেন। আমরা অনেক উপকৃত হবো।
কি তাহলে ব্যবহার করুন গুগল আর্থ বিনামূল্যে আর ধন্যবাদ দিতে ভুলবেন না গুগল কর্তৃপক্ষকে।

Contact Us

Name

Email *

Message *

Time in Dhaka:

টেক-নলেজ

(টেক-নলেজ) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলায় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।