Latest Topics

পছন্দমত এডিট করুন যে কোনো গানের ট্যগ

আমরা স্বাধারনত বিভিন্য গানে পিকচার সহ কিছু ডিটেইলস যোগ করতে চাই, যা বাজার সময় দেখাবে। অনেকের কাছে বিরক্তিকর, তবুও এডভারটাইজমেন্ট এর জন্য এটাই বেস্ট উপায়, নরমাল মানুষের চেয়ে দোকানদার দের এই সফটটি কাজে লাগবে বেশি।
তো চলুন শুরু করা যাক।
  • এর জন্য আমাদের দরকার মাত্র ৩ মেগাবাইট এর একটি সফটওয়ার।
এখান থেকে ডাউনলোড করে নিন।
  • এবার ইন্সটল করুন। এবং ওপেন করুন।
  • ওপেন করার পর এমন একটি পর্দা আসবে, নিচে দেখুন।
এখন মেনুবার থেকে ফাইল সিলেক্ট করি। এবং Add Directory নিজের গানের ডিরেক্টরি বা ফোল্ডারটি দেখিয়ে দেই। তাহলে আটোমেটিক সব গান সিলেক্ট হয়ে যাবে। নিচে দেখুন।
অথবা আপনি চাইলে সিলেক্ট করা গান ড্রাগ করে এনে ছাড়তে পারেন। খেয়াল করুন নিচে।
এখন আপনি আপনার সিলেক্ট করা গান গুলো লিস্ট আকারে নিচে দেখতে পারবেন। ওখান থেকে একটা একটা করে বা সব গুলো একসাথে সিলেক্ট করুন।
সিলেক্ট করার পর বাম পাসের এই বার থেকে নিজের পছন্দ মত Title, Artist, Genre, Comment, বা পিকচার যোগ করুন। পিকচার যোগ করতে CD এর মত ঐখানে RIGHT BUTTON ক্লিক করে ADD COVER দিয়ে পিকচার যেটি দিতে চান সিলেক্ট করে দিন।
সব কিছু যোগ করার পরে নিচের মত দেখা যাবে, এবন পরে নিচে হাইলাইট করা সেভ আইকন এ ক্লিক করলেই সেভ শুরু হবে।
আজ এই পর্যন্তই, সাথে থাকুন, ধন্যবাদ

Contact Us

Name

Email *

Message *

Time in Dhaka: 07:25:24PM
Friday 11/04/25

টেক-নলেজ

(টেক-নলেজ) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলায় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।