সাইটির arrangement ও খুব ভালো খুব সহজেই পছন্দমত বই খুজে পাওয়া যায়। এক কথায় ইবুক লাভারসদের জন্য এটি একটি আদর্শ সাইট। যেখানে বাংলা সাহিত্যের সকল চরিতেই সুন্দ্রভাবে ফুটে উঠেছে। র্য়েছে সবার জন্য আলাদা আলাদা বিভাগ।
এছাড়া এখানে বাংলা সাহিত্যের সকল লেখক ও চরিত্রের যেমন তিন গোয়েন্দা, মাসুদ রানা কিংবা হিমু, মিসির আলি্র সব বইই পাবেন। এক কথায় সাইটি হল সকল বাঙলা বইয়ের এক বিশাল লাইব্রেরি। যেখান থেকে ডাউনলোড করতে পারবেন সব বই একদম ফ্রী। এছাড়া সাইটির নিরদেশিকা অনুযায়ী খুজে পাবেন আপনার প্রয়জনীয় বইটি খুব সহজেই। এখানে আপনি হুমায়ুন আহমেদ, তিন গোয়েন্দা অন্য সাইটে যেই বইগুল পাওয়া যায় না তাও পাবেন। এছাড়াও অন্যান্য লেখকদের সকল বইও পাওয়া যাবে সাইটিতে।
এক কথায় বলা যায় সাইটি বাংলা বইয়ের বিশাল এক লাইব্রেরী। যেখানে সহজেই ডাউনলোড করা যাবে নিজের পছন্দ মত বই ইচ্ছামত। সবাইকে সাইটি ভিজিট করার আমন্ত্রণ রইল। সাইটি হল